আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক মহারণের আগে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ ফাঁস করে দিলেন সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতেভারত-পাক ম্যাচ নিয়ে চর্চা হচ্ছে প্রচুর। ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁদের মতামত জানাচ্ছেন। লড়াইয়ের আগে তাঁরা ভারতকে এগিয়ে রাখছেন

প্রশ্ন উঠছে পাক ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে? সাংবাদিক বৈঠকে দুশখ্যাতে জানিয়ে দেন, দল পরিবর্তন করার কোনও পরিকল্পনাই নেই ভারতের। আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্শদীপ সিংকে খেলানো হয়নি। তা নিয়ে বিস্তর চর্চা হয়েছেঅর্শদীপকে বাইরে রেখে কেন দল গড়া হল, তা নিয়ে ভারত-পাক ম্যাচের আগে মুখ খুলেছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি বলেছেন, ''প্রধান কোচ এবং অধিনায়কের সঙ্গে আমাদের প্রথম আলোচনা হয় যে এই ১৫ জন এরকম, এরা প্রত্যেকেই খেলার যোগ্য।''

আরও পড়ুন: 'যা মার মারবে ভারত...', পাকিস্তানকে সত্যিটা মনে করিয়ে দিলেন শোয়েব

তাঁর সংযোজন, ''যদি কোনও খেলোয়াড় না খেলে, তাহলে সংশ্লিষ্ট ক্রিকেটারের জন্য তা কঠিন একটা বিষয়। তার মনে হতে পারে, তাকে দলে নেওয়া হল না। দিনের শেষে এটি একটি দলগত খেলা। তাই, সবাই জানে যে এখানে কোনও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নেই।''

কোটাক আরও বলেন, ''দলের জন্য যা ভালো হবে, অধিনায়ক এবং প্রধান কোচ সেই সিদ্ধান্তই নেবেন। কারও মনে কোনও সন্দেহ আছে বলে মনে হয় না। তাই, যারা খেলছে না, তারা সবসময় যারা খেলছে তাদের সাহায্য করার চেষ্টা করছে।'' ২০২২ সালের জুলাইয়ে অভিষেক হওয়ার পর অর্শদীপ ৬৩টি টি-টোয়েন্টি থেকে ৯৯টি উইকেট নেন।

ভারত ও পাকিস্তান উভয়ই শুরুটা ভাল করেছে এশিয়া কাপে। রবিবার নিশ্চয় তুল্য মূল্য লড়াই হবে যুযুধান দুই পক্ষের। দুই প্রতিবেশি দেশই ক্রিকেটের পাওয়ার হাউজ। কিন্তু বিশেষজ্ঞরা অন্য মেরুতে। তাঁদের মতে, পাকিস্তান এখন ক্ষয়িষ্ণু শক্তি। রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন তারকা অবশ্য এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলোর শক্তি নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন। ভারতের প্রাক্তন তারকা বলেন, ''আমি আশা করব, অন্য কোনও দল যেন এই টুর্নামেন্ট জেতে। তাহলে এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।'' 

তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য শ্রীকান্ত স্পষ্ট জানিয়ে দেন, ভারতের সঙ্গে লড়াই করতে পারবে না পাকিস্তান। সলমন আঘাদের ধর্তব্যের মধ্যেই ধরছেন না। ওমানের বিরুদ্ধে ৯৩ রানের জয়কে পাত্তাই দিচ্ছেন না। ওমান দলকে 'আঙ্কেলে ভরা দল' এর অ্যাখ্যা দেন ভারতের প্রাক্তন তারকা। দাবি করেন, পাকিস্তানের আসল লড়াই টিম ইন্ডিয়ার তরুণদের বিরুদ্ধে। শেষ ২৮ ম্যাচের মধ্যে ২৫টিতে জিতেছে ভারত। তারমধ্যে রয়েছে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় ব্যাটিং লাইন আপের ভূয়সী প্রশংসা করেন। তার সঙ্গে পাকিস্তানের কোনও তুলনাই হয় না।

শ্রীকান্ত মনে করেন, হেসনের কোচিংয়ে সেরকম সাফল্য পায়নি পাকিস্তান। ওমানের বিরুদ্ধে সাইম আইয়ুব যেভাবে আউট হয়েছে, তার জন্যও পাকিস্তানের কোচকে দায়ী করেন ভারতের প্রাক্তনী। শ্রীকান্ত বলেন, 'ও বড় বড় কথা বলে। যেসব দলকে কোচিং করিয়েছে, তাঁরা ভাল করেনি। আরসিবিকে কোচিং করিয়েছে, কিন্তু ওরা সেই সময় কোনও ট্রফি জেতেনি। পাকিস্তান কীভাবে ওর কোচিংয়ে ভাল রেজাল্ট করবে? চোখ বন্ধ করে ব্যাট ছুড়ে দিতে বলেছে। যেভাবে সাইম আইয়ুব আউট হয়েছে, বোঝাই যাচ্ছে সেটা হেসনের জন্য।' 

আরও পড়ুন: পাক ম্যাচের আগে ভারতীয় শিবিরে আতঙ্কের ছবি, অনুশীলনে চোট পেলেন তারকা ক্রিকেটার ...