আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। পদপিষ্টের ঘটনা। আজও টাটকা। এটা ঘটনা, গত ৪ জুন বেঙ্গালুরুর আইপিএল জয়ের উৎসবে মাততে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১ সমর্থকের। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সোমবার ছ’দফা কর্মসূচির ঘোষণা করল আরসিবি। লক্ষ্য একটাই, ভবিষ্যতে যেন কখনও এমন ঘটনা না ঘটে। ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আগামী কয়েক মাস ধরে এই কর্মসূচি কাজে লাগাতে চাইছে আরসিবি। সরকারের অনুমতি পেলেই কাজ শুরু হয়ে যাবে। দুঃসময়েও যে সমর্থকরা পাশে দাঁড়িয়েছেন তাঁদের প্রতি দায়বদ্ধ থাকার কথা জানিয়েছে আরসিবি।
প্রথম কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে স্বচ্ছ এবং দ্রুততার সঙ্গে দাঁড়ানোর অঙ্গীকার নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, স্টেডিয়াম কর্তৃপক্ষ, খেলাধুলোর সংস্থা এবং লিগ আয়োজকদের সঙ্গে নিবিড় ভাবে কাজ করে ভিড় সামলানোর ব্যাপারে নতুন নকশা তৈরি করার কথা বলা হয়েছে। তৃতীয়ত, কর্নাটকের গ্রামীণ অঞ্চলে সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সিদ্ধি সম্প্রদায়ের জন্য কাজ শুরু হয়ে গিয়েছে।
চতুর্থত, স্বাধীন গবেষণা এবং মানুষের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে বিনিয়োগ করা হবে। ভিড় সামলানো এবং আপৎকালীন পরিস্থিতি সামলানোর নিরাপত্তারক্ষীদের প্রতি বছর প্রশিক্ষণ দেওয়া হবে। পঞ্চমত, মৃত সমর্থকদের উদ্দেশে বেঙ্গালুরুর কোনও একটি জায়গায় স্মৃতি সৌধ বানানো হবে। ষষ্ঠত, স্টেডিয়ামে বিভিন্ন বিভাগে চাকরির সুযোগ করে দেওয়া, স্থানীয় প্রতিভাদের খেয়াল রাখা এবং আগামী প্রজন্মদের পেশাদারদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এদিকে, এবারের ইউএস ওপেনে বিতর্ক লেগেই রয়েছে। পিওত্র সেরেক। পোলিশ এই কোটিপতিই এখন ইউএস ওপেনে টুপি বিতর্কের মুখ। ঠিক কী হয়েছে? ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ন’নম্বর বাছাই কারেন খাচানভ। তাঁকে হারিয়ে দেন পোল্যান্ডের অবাছাই কামিল মাজচার্জাক। অবিস্মরণীয় এই জয়ের পর পোলিশ খেলোয়াড় ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন। তখনই ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। টুপি বিতর্কের সূত্রপাতও এখান থেকেই।
মাজচার্জাক তাঁর টুপি এক খুদের হাতে দিতে যান। যদিও ক্যামেরায় ধরা পড়ে, ওই খুদের পাশে থাকা সেই টুপি কেড়ে নিয়ে স্ত্রীর ব্যাগে ঢুকিয়ে নিচ্ছেন এক মাঝবয়সি ব্যক্তি। ২৮ বছর বয়সি টেনিস খেলোয়াড় তখন খেয়াল করেননি এই ঘটনা। পরে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম পিওত্র সেরেক। ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হওয়ায় নেট নাগরিকরা তাঁর সমালোচনায় মুখর। জানা গিয়েছে, পোল্যান্ডে একটি সংস্থার মালিক এই ধনকুবের।
এদিকে, টুপি না পেয়ে একেবারে উতলা হয়ে পড়তে দেখা যায় ওই বাচ্চাটিকে। রীতিমতো উঠে দাঁড়িয়ে মাজচার্জাকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করে। সেই সময় অবশ্য তা শুনতে পাননি মাজচার্জাক। পরে অবশ্য ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ইনস্টাগ্রামে ‘খুদের সন্ধান’ চাই বলে একটা পোস্টও করেন। তাঁকে আরেকটি টুপি উপহার দেওয়ার কথাও বলেন তিনি।
শেষ পর্যন্ত সমর্থকদের সাহায্যে সেই খুদের সন্ধানও পান মাজচার্জাক। এরপর তিনি লেখেন, ‘অবশেষে ওই খুদে ভক্তের সন্ধান পেয়েছি।’ উল্লেখ্য, রাশিয়ান খেলোয়াড় কারেন খাচানভকে রুদ্ধশ্বাস ম্যাচে ২–৬, ৬–৭, ৬–৪, ৭–৫, ৭–৬ ব্যবধানে হারিয়েছেন মাজচার্জাক।
