আজকাল ওয়েবডেস্ক: প্রেমের জোয়ারে    ভাসাবে দোঁহারে...। জোহানেসবার্গের বিখ্যাত ওয়ান্ডারার্স স্টেডিয়ামে নেমে এল যেন অকাল বসন্ত! বান্ধবীকে প্রেম নিবেদন করলেন তাঁর প্রেমিক। 

আবার পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন ভূমিষ্ঠ হল নবজাতক। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন বোর্ডে ভেসে উঠল সেই খবর।  অভিনন্দন জানানো হল দম্পতিকে। দুটো পৃথক ঘটনা। এই দুই ঘটনা নিয়েই যত চর্চা। ম্যাচ চলে গেল পিছনের সারিতে।

খেলা চলাকালীন গ্যালারিতে প্রেমিক-প্রেমিকার প্রেম নিবেদন এখন চেনা ছবি। কিন্তু ম্যাচ চলাকালীন নবজাতকের জন্ম স্মরণকালের মধ্যে হয়েছে বলে মনে হয় না। তাও আবার ওয়ান্ডারার্স স্টেডিয়ামের মেডিক্যাল রুমে! স্টেডিয়ামের স্ক্রিনবোর্ডে লেখা হল, কংগ্র্যাচুলেশনস মিস্টার অ্যান্ড মিসেস রাবেং অন দ্য বার্থ অফ ইওর হেলদি সন অ্যাট দ্য বুলরিং। জোবার্গের ওয়ান্ডারার্স অতীতে বহু স্মরণীয় ক্রিকেট যুদ্ধের সাক্ষী থেকেছে। কিন্তু খেলা চলাকালীন  প্রেম প্রস্তাব ও নবজাতকের জন্মের ঘটনার কথা এতদিন অশ্রুতই ছিল। সোশ্যাল মিডিয়াতেও চর্চা হল এই ব্যতিক্রমী বিষয় নিয়ে। 

 

?ref_src=twsrc%5Etfw">December 22, 2024

মাঠে দক্ষিণ আফ্রিকা ও  পাকিস্তানের লড়াই হয়ে গেল গৌণ। প্রোটিয়া ব্রিগেড ও পাকিস্তানের ওয়ানডে ম্যাচটি ছিল সিরিজের নিয়মরক্ষার। সেই ম্যাচেও পাকিস্তানের আধিপত্য বজায় থাকল। তৃতীয় ম্যাচ জিতে প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করল পাকিস্তান। ম্যাচটা যখন নিয়মরক্ষারই ছিল, তখন খেলা নিয়ে কে আর মাথা ঘামায়। 

প্রেম প্রস্তাব ও শিশুর জন্মই তো কেড়ে নিল সব আলো।