আজকাল ওয়েবডেস্ক:‌ ২০১৫ সালের পর ২০২৪। ঘরের মাঠে টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল ভারত। এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এরপর লেগে গেল ৯ বছর। কানপুরে ২০২৪ সালের ২৭ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। এর মধ্যে বাকি সময়ে ভারত ঘরের মাঠে টস জিতে শুধু ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছে। 


রোহিতের এদিনের সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীরা অবাক। তেমনই কানপুরের গ্রিনপার্কে তিন পেসার খেলানোর সিদ্ধান্তও অবাক করেছে অনেককে। তবে কানপুরের গ্রিনপার্কে বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টি হয়েছে। শুক্রবার খেলাও শুরু হয়েছে দেরিতে। ম্যাচের দিনগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সেই কারণেই রোহিতের টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত। সঙ্গে তিন পেসারে খেলা।


গ্রিনপার্কের উইকেট এবার কালো মাটি দিয়ে তৈরি হয়েছে। যেখানে স্পিনাররা সুবিধা পাবে। কিন্তু মেঘলা আবহাওয়ার জন্য রোহিত তিন পেসারে গেলেন। সঙ্গে দুই স্পিনার জাদেজা ও অশ্বিন। প্রসঙ্গত, রোহিতও কানপুরে তিন স্পিনারেই খেলতে চেয়েছিলেন। কুলদীপ যাদব বৃহস্পতিবার নেটে দীর্ঘক্ষণ বোলিং অনুশীলন করেন। কিন্তু বৃষ্টিই সিদ্ধান্ত বদলাতে বাধ্য করল রোহিতকে। টস শেষে রোহিত সে কথা জানিয়েও যান।