আজকাল ওয়েবডেস্ক: টুর্নামেন্টের আগে অনেক কথাই উঠেছিল। এবার রোহিত ছেড়ে দিন। এটাই সেরা সময় অবসরের। কিন্তু নিন্দুকদের চুপ করিয়ে রোহিত এখনও আছেন। ফাইনাল ম্যাচ জেতানো ৭৬ করেছেন। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
বিরাটকে নিয়েও তো একই প্রশ্ন উঠেছিল। কিন্তু একটি শতরান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ করে সবাইকে চুপ করিয়ে দিয়েছেন।
ফাইনালের ভারত জেতার পর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেই ভিডিওয় দেখা গেছে রোহিত আবেগাপ্লুত হয়ে বিরাটকে বলছেন, ‘ভাই আমি অবসর নিচ্ছি না। অনেকেই এটা ভাবছে। তা ঠিক নয়। গুজব রটেছে। আর তাতে কান দেবেন না।’ আর তা শুনে হাসতে দেখা যায় বিরাটকে।
এটা ঘটনা ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। অস্ট্রেলিয়ায় গিয়ে ১–৩ হার। অধিনায়ক ও ব্যাটার রোহিতের প্রচুর সমালোচনা হয়েছে। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ জিতলেও অ্যাসিড টেস্ট ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে সসম্মানে উত্তীর্ণ রোহিত ব্রিগেড। তাই তো সমালোচকদের খোঁচা দিয়ে বলে গেলেন, ‘আমি থাকছি।’
