আজকাল ওয়েবডেস্ক: এক হাতে ওভাবেও ক্যাচ ধরা যায়! রোহিত শর্মা ধরলেন। তাঁর ক্যাচ দেখে বিস্মিত ক্রিকেটভক্তরা। রোহিত নিজেও কি অবাক হয়ে যাননি? 

রোহিত শর্মা দুর্দান্ত ফিল্ডার এমন দাবি করবেন না কেউ। ফিল্ডিংয়ের সময়েও তিনি ক্ষিপ্র নন। সেই ভারত অধিনায়ক মিড অফে দাঁড়িয়ে হাত ছুড়ে দুর্দান্ত এক ক্যাচ ধরলেন। 

বৃষ্টির জন্য দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা হয়নি কানপুরে। চতুর্থ দিনের ষষ্ঠ ওভারে বুমরার বল ছেড়ে দিতে গিয়ে বিপদ ডেকে আনেন মুশফিকুর। ১১ রানে বোল্ড হন তিনি। শাকিবের আগে ব্যাট করতে নামেন লিটন দাস। মহম্মদ সিরাজকে তুলে মারতে গিয়ে মিড অফে লিটন ধরা পড়েন রোহিতের হাতে। সেই ক্যাচের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 

 

?ref_src=twsrc%5Etfw">September 30, 2024

রোহিতের সতীর্থরাও বিস্মিত হয়ে যান ওরকম দুর্দান্ত ক্যাচ দেখে। হিটম্যান হাত তুলে উদযাপন শুরু করেন। শুভমান গিল বিশ্বাস করতে পারছিলেন না। মাথায় হাত দিয়ে ফেলেন গিল। ডাগ আউটে বসে গৌতম গম্ভীর হাসতে থাকেন। ধারাভাষ্যকার দীনেশ কার্তিক বলতে থাকেন, ''রোহিত যা করল, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। এক হাতে ক্যাচ ধরে রোহিত। ওর ডান দিকে লাফিয়ে ক্যাচটি ধরে। তার পরের প্রতিক্রিয়াটাও দারুণ। অনেক দিন ধরে দেখছি রোহিতকে। ওর সবকিছুই বেশ মজাদার।''