আজকাল ওয়েবডেস্ক:‌ অবসরের জল্পনা উড়িয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিত শর্মা। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের অনুশীলনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন হিটম্যান। একটি ছবিতে দেখা গেছে, তিনি মাঠে দৌড়চ্ছেন। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি প্যাড পরছেন। যা দেখে ভক্তরা আপ্লুত। এক জন তো বলেই ফেলেছেন, ‘‌আপনাকে মাঠে দেখার জন্য ছটফট করছি।’‌ আর এক জন ভক্ত লিখেছেন, ‘‌২০২৭ এর জন্য প্রস্তুতি।’‌ 


এটা ঘটনা, গত মে মাসে টেস্ট থেকে অবসর ঘোষণা করেন রোহিত। তারও আগে ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জেলার পর আন্তর্জাতিক এই ঘরানা থেকেও তিনি সরে যান। একই সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলিও। দুই তারকাই এখন শুধু দেশের হয়ে খেলবেন ওয়ানডে।


দেশের হয়ে ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত রোহিত ৬৭ টেস্টে ৪৩০১ রান করেছেন। গড় ৪০.‌৫৭। রয়েছে ১২ শতরান ও ১৮ অর্ধশতরান। তবে ওপেনার হিসেবেই তাঁর সাফল্য বেশি। ওপেনার হিসেবে ৪০ টেস্টে তিনি করেছেন ২৭১৬ রান। গড় ৪১.‌১৫। তার মধ্যে নয় শতরান ও আট অর্ধশতরান রয়েছে।


এখন বিরাট ও রোহিত দুই তারকাই অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুত হচ্ছেন। ১৯ অক্টোবর থেকে সেই সিরিজ শুরু হবে। ভারত খেলবে তিনটি ওয়ানডে। অনেকেই বলছেন, এই সিরিজই হয়ত রোহিতের শেষ সিরিজ হতে চলেছে।


তবে ওয়ানডে ফর্ম্যাটে রোহিতের রেকর্ড দুর্দান্ত। ২৭৩ ম্যাচে রয়েছে ১১১৬৮ রান। গড় ৪৮.‌৭৬। স্ট্রাইক রেট ৯২.‌৮০। রয়েছে ৩২ শতরান ও ৫৮ অর্ধশতরান। একদিনের ক্রিকেটে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। একদিনের ক্রিকেটে দু’‌বার দ্বিশতরানও করেছেন রোহিত। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও রোহিতের রেকর্ড যথেষ্ট ভাল। ৩০ ম্যাচে করেছেন ১৩২৮ রান। গড় ৫৩.‌১২। স্ট্রাইক রেট ৯০। অজিদের বিরুদ্ধে রয়েছে পাঁচ শতরান ও চার অর্ধশতরান। সর্বোচ্চ ১৭১ নট আউট।

এদিকে, এশিয়া কাপে দুর্দান্ত শুরু করল ভারত। ৯ উইকেটে উড়িয়ে দিল দুর্বল সংযুক্ত আরব আমিরশাহিকে। পুরো ২০ ওভার খেলতে পারেনি ইউএই। ১৩.১ ওভারে ৫৭ রানে শেষ হয়ে যায় তারা। ভারতের বিরুদ্ধে এটাই সর্বনিম্ন রান কোনও দলের। ভারত ২৭ বলে ম্যাচটা জিতে নিল। ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব। নিয়েছেন চার উইকেট। এছাড়া শিবম দুবে নিয়েছেন তিন উইকেট। বরুণ ও অক্ষর পেয়েছেন একটি করে উইকেট। 


রান তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান অভিষেক শর্মা। পরের বলেই বাউন্ডারি। এক ওভারের শেষে ভারতের রান ছিল ১০। অবশ্য তৃতীয় বলে অভিষেকের ক্যাচ ফেলেন আমিরশাহির হায়দর আলি। ভারত যে খুব সহজেই ম্যাচ জিতে নেবে, এ জানা কথাই ছিল। কিন্তু কতক্ষণে শেষ হবে, তা নিয়ে ছিল প্রশ্ন। অভিষেকের (১৬ বলে ৩০) উইকেট হারিয়ে ভারত ম্যাচটা জিতে নিল ৪.৩ ওভারে। বাকি দলগুলোর কাছেও কঠিন বার্তা দিল সূর্যর দল। শেষপর্যন্ত অপরাজিত থেকে যান গিল (২০) ও সূর্য (৭)। চলতি মাসের ১৪ তারিখ এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ। ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচের আগে কিন্তু পাক শিবিরকে একপ্রকার ভারত জানিয়ে দিল, তাঁরা তৈরি লড়াইয়ের জন্য।