আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নজর কেড়েছিলেন আকাশ দীপ। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল থেকে বাদ পড়তে হয়। বেঙ্গালুরুর আবহাওয়া এবং পরিবেশ পেস সহায়ক হলেও, তিনজন স্পিনার খেলানো হয়। আকাশ দীপের বদলে সুযোগ পান কুলদীপ যাদব। ভারতের প্রথম ইনিংস মাত্র ৪৬ রানে শেষ হয়ে গেলেও ভারতীয় বোলিং নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে প্রথম ইনিংসে। ৪০২ রান তোলে নিউজিল্যান্ড। মনোজ তিওয়ারি মনে করেন, প্রথম একাদশ বাছতে ভুল হয়েছে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের। আকাশ দীপকে বাদ দেওয়া সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। বাংলার প্রাক্তন অধিনায়ক মনে করেন, আকাশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তাঁর মনোবলে ধাক্কা দেবে। মনোজ বলেন, 'নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ না পাওয়া নিঃসন্দেহে আকাশ দীপের আত্মবিশ্বাসে আঘাত করবে। বাংলাদেশ সিরিজে ও দারুণ খেলেছিল। ওর মনোবল আকাশ ছোঁয়া ছিল। প্রথম দিনের পরিবেশ এবং পরিস্থিতি দেখার পর, রোহিত নিজেই নিশ্চয়ই ওকে বাদ দেওয়া নিয়ে আশ্চর্য হয়ে যাবে।'
মহম্মদ সিরাজের পারফরমেন্স নিয়ে চিন্তিত মনোজ। তাঁকে বিশ্রাম দেওয়ার পরামর্শ বাংলার প্রাক্তন অধিনায়কের। মনোজ বলেন, 'এবছর টেস্টের দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত কোনও উইকেট নেয়নি সিরাজ। কয়েকটা ম্যাচে ওকে বিশ্রাম দেওয়া উচিত। যাতে ও নিজের খেলায় ফোকাস করতে পারে।' শুধু রোহিত নয়, গম্ভীরকেও একহাত নেন তিনি। প্রাক্তন ক্রিকেটার মনে করেন, রোহিতকে সাহায্য করা উচিত ছিল গম্ভীরের। এই প্রসঙ্গে মনোজ বলেন, 'সাংবাদিক সম্মেলনে রোহিত মেনে নেন, তিনি পিচ চিনতে ভুল করেছিলেন। যার ফলে প্রথম একাদশ বাছাই ঠিক হয়নি। ভাল অধিনায়করাও কখনও ভুল করে। কারণ তাঁদের মনে অনেক কিছু চলে। এখানেই কোচের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। গম্ভীরের গাইড করা উচিত ছিল। সেটা কেন হয়নি জানি না। কোচ এবং অধিনায়ক কী প্রমাণ করতে চাইছিল, আমার কাছে বোধগম্য নয়।' বৃহস্পতিবার থেকে পুনেতে শুরু দ্বিতীয় টেস্ট। প্রত্যাবর্তনের লক্ষ্যে নামবে রোহিত অ্যান্ড কোম্পানি।
