আজকাল ওয়েবডেস্ক: আরও কয়েকমাস দুই ফরম্যাটেই অধিনায়ক থাকার জন্য বোর্ডকে অনুরোধ জানালেন রোহিত শর্মা। সপ্তাহান্তের বৈঠকের এই গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে। শনিবার বিকেলে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ইংল্যান্ড সিরিজের দল বাছতে মিটিং ডাকা হয়েছিল। বোর্ডের আধিকারিকরা ছাড়াও ছিলেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর, হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। সেই বৈঠকে বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতা নিয়েও কাটাছেঁড়া হয়। রোহিতের উত্তরসূরির খোঁজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। লাল বলের ক্রিকেটে এই তালিকায় সবার আগে রয়েছেন যশপ্রীত বুমরা। কিন্তু বৈঠকের ৪৮ ঘণ্টা কাটার আগেই গোপন তথ্য ফাঁস হয়ে গেল। জানা গিয়েছে, রোহিত বোর্ডের শীর্ষকর্তা এবং নির্বাচকদের জানিয়ে দিয়েছেন, আরও কয়েকমাস টেস্ট এবং একদিনের ক্রিকেটে তিনিই অধিনায়ক থাকতে চান। তারপর নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানবেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে, বুমরার নাম নিয়ে আলোচনা হলেও, এখনই নেতৃত্ব ছাড়তে চান না রোহিত।
জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চাইছেন রোহিত। ততদিন পর্যন্ত অধিনায়ক থাকার ইচ্ছাপ্রকাশ করেন হিটম্যান। তারমধ্যে লাল বলের ক্রিকেট এবং একদিনের ক্রিকেটে রোহিতের উত্তরসূরি খুঁজে ফেলতে হবে বোর্ডকে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে, চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন রোহিত শর্মা। তাঁর ওয়ার্কলোডের কথা মাথায় রেখে টেস্টে বুমরাকে ফুলটাইম অধিনায়ক করার পক্ষে নয় বোর্ড কর্তা এবং নির্বাচকরা। একাধিকবার চোট-আঘাতের প্রভাব তাঁর কেরিয়ারে পড়েছে। যার ফলে দীর্ঘদিন মাঠের বাইরেও থাকতে হয় তারকা পেসারকে। তাই সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চাইছেন তাঁরা। একজন দক্ষ সহ অধিনায়ক নেওয়ার পক্ষপাতী নির্বাচকরা। যাতে বুমরার অনুপস্থিতিতে সে কাজ চালাতে পারে। তার পাশাপাশি টেস্ট এবং একদিনের ক্রিকেটে দু'জন অধিনায়ক চাইছে না ম্যানেজমেন্ট। একদিনের ক্রিকেটে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করার কথাও ভাবা হয়েছিল। তবে এইমুহূর্তে একদিনের দলে জায়গা নেই টি-২০ অধিনায়কের। সেক্ষেত্রে দুই ফরম্যাটেই বুমরা আদর্শ হতে পারে। কিন্তু তাঁর চোট-আঘাত ভাবাচ্ছে। যার ফলে ঋষভ পন্থ, যশস্বী জয়েসওয়ালকে সহ অধিনায়ক করার কথাও উঠেছে বৈঠকে।
