আজকাল ওয়েবডেস্ক: দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অবসর নিয়ে যাবতীয় গুজব একেবারে উড়িয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রবিবার টুর্নামেন্ট জিতে ট্রফি হাতে নিয়ে সাংবাদিকদের উদ্দেশে রোহিত বলেন, ‘কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যেরকম চলছে, তাই চলবে। আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না। যাতে কেউ গুজব না ছড়ায়, সেটাই নিশ্চিত করতে দিলাম’। কিন্তু এটা তো মাঠের বাইরে সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে অত্যন্ত গুছিয়ে বলেছিলেন হিটম্যান।

 

তিনি যে অবসর নিচ্ছেন না তা স্পষ্ট হয়ে গিয়েছিল জাদেজার উইনিং বাউন্ডারির পরেই। পিচের মাঝে কোহলি আর রোহিত যখন উইকেট নিয়ে ডাণ্ডিয়া খেলছিলেন তখনই হিটম্যানকে অবসর নিয়ে বলতে শোনা যায়। অধিনায়কের কথা শুনে হেসে গড়িয়ে পড়েন বিরাটও। মনে হচ্ছিল, কলেজের দুই বন্ধু যেন মজার ছলে নিজেদের মধ্যে কথা বলছে, শিক্ষকদের সামনে নয়। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গত কয়েক মাস ধরেই অবসর নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে রোহিত ও কোহলিকে। অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর দু’জনের পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

Posted by Shayari | Quotes | Motivation | Life | Fun on Sunday 9 March 2025

 

চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনও রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কিন্তু রোহিত-কোহলি সমালোচকদের প্রশ্নের উত্তর দিয়েছেন মাঠেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁরা যেভাবে খেলেছেন, তাতে প্রতিটি ইনিংসে আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। তাঁরা প্রমাণ করে দিয়েছেন এখনও তাঁদের মধ্যে ক্রিকেট বাকি রয়েছে। মনে করা হচ্ছে, পরবর্তী একদিনের বিশ্বকাপ পর্যন্ত খেলবেন দুই তারকা। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের আগে ভারতের সামনে এখনও ২৪টি ওডিআই ম্যাচ রয়েছে। তখন রোহিতের বয়স হবে ৪০, আর কোহলির ৩৮। সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, এখনও বিশ্ব ক্রিকেট কাঁপাবেন দুই তারকা।