আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হারের পর সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিলেন ঋষভ পন্থ। ইনস্টাগ্রামে ভারতের সহ অধিনায়ক লেখেন, 'এই হার আমাদের বেশ কয়েকদিন হুল ফোটাবে। তবে আমরা প্রত্যাবর্তনের বিষয়ে বিশ্বাসী।' লিডস টেস্টে ভারতের পাঁচটা শতরান থাকলেও, বোলিং এবং ফিল্ডিংয়ের দুর্বলতায় ম্যাচ খোয়াতে হয়। যা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছেন না ভারতের তরুণ অধিনায়ক এবং তাঁর ডেপুটি। হারের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভমন গিলও। তিনি লেখেন, 'প্রত্যেক যুদ্ধ আরও তীক্ষ্ণ করে।' 

শুভমন গিল মেনে নেন, দুই ইনিংসে লোয়ার অর্ডারের ব্যর্থতার খেসারত দিতে হয়েছে দলকে। ঋষভ পন্থের জোড়া শতরান এবং যশস্বী জয়েসওয়াল, শুভমন গিল, কেএল রাহুলের শতরান সত্ত্বেও পাঁচ উইকেটে প্রথম টেস্ট হারে ভারত। দুই ইনিংসেই আরও বড় রান করা উচিত ছিল টিম ইন্ডিয়ার। তারওপর একাধিক ক্যাচ মিস পার্থক্য গড়ে দেয়। হারের পর আফশোস করেন ভারতের তরুণ নেতা। শুভমন বলেন, 'আমাদের সুযোগ ছিল। ক্যাচ মিস, লোয়ার অর্ডারের রান না পাওয়া পার্থক্য গড়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম ওদের ৪৩০ রানের টার্গেট দিতে পারব। কিন্তু মাত্র ২৫ রানে আমাদের শেষের উইকেটগুলো পড়ে যায়। এমনকী ইংল্যান্ডের প্রথম উইকেট ফেলে দেওয়ার পর ভেবেছিলাম আমাদের সুযোগ আছে।' ২ জুলাই এজবাস্টনে শুরু দ্বিতীয় টেস্ট। ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া।