আজকাল ওয়েবডেস্ক: প্রথম টেস্টে নিজে ব্যাট করার সময়ে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়েছিলেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা হয়েছিল।
কানপুর টেস্টে প্রথম দিনে ঋষভ পন্থকে নিয়ে ফের আলোচনা। এবার অবশ্য তিনি ফিল্ডিং সাজিয়ে দেননি। বরং বাংলাদেশের ব্যাটার মোমিনুল হককে নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে।
কী করেছেন পন্থ? কী বলেছেন তিনি? প্রথম দিনের ম্যাচের ৩৩-তম ওভারের ঘটনা।
বোলিং করছিলেন রবি অশ্বিন। তাঁর প্রথম বলেই সুইপ করার চেষ্টা করেন বাংলাদেশের ব্যাটার। অশ্বিনের ডেলিভারি মোমিনুলের ব্যাটের উপরের অংশে লেগে হাতেও লাগে।
উইকেটের পিছনে দাঁড়ানো পন্থ এলবিডব্লিউয়ের আবেদন করতে থাকেন। অশ্বিন অবশ্য পন্থকে ইশারায় বুঝিয়ে দেন, বল মোমিনুলের ব্যাটে লেগেছিল।
কিন্তু পন্থ সহজে থামার বান্দা নন। মোমিনুলকে চাপে ফেলতে পন্থ ভারতের তারকা অফস্পিনারকে বলতে থাকেন, ''আমরা ওর হেলমেটে বল লাগিয়ে এলবিডব্লিউ নিতেই পারি।'' পন্থের এহেন মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
পন্থের মন্তব্য শোনার পরে সুনীল গাভাসকরকে বলতে শোনা গিয়েছে, ''পন্থ আসলে মোমিনুলের উচ্চতাকে ইঙ্গিত করল। একমাত্র ঋষভ পন্থের পক্ষেই এভাবে ভাবা সম্ভব।''
