আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন ঋষভ পন্থ। বুধবার প্রকাশিত হয়েছে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং। ব্যাটারদের ক্রমতালিকায় ছয় নম্বরে উঠে এলেন পন্থ। তিন ধাপ এগিয়ে, সতীর্থকে পেছনে ফেলে দিলেন তারকা উইকেটকিপার ব্যাটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধ প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৯ রানের সুবাদে ব়্যাঙ্কিংয়ে এগিয়ে এলেন ঋষভ। বেঙ্গালুরুতে ৭০ রান করা সত্ত্বেও একধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেলেন কোহলি। চার নম্বরে রয়েছেন যশস্বী জয়েসওয়াল। ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনিই সর্ব প্রথমে। একটানা খারাপ পারফরম্যান্সে ক্রমতালিকায় পিছিয়ে পড়েছেন রোহিত শর্মাও। শ্রীলঙ্কার ডিমুথ করুণারত্নের সঙ্গে ১৫ নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক। 

আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। ব়্যাঙ্কিংয়ে এগিয়েছেন রচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়েও। বোলিংয়ে ভারতের বিরুদ্ধ প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে কেরিয়ারে প্রথমবার প্রথম দশের তালিকায় ঢুকে পড়েন ম্যাট হেনরি। দু'ধাপ এগিয়ে ন'নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার। বেঙ্গালুরু টেস্টে আট উইকেট পান তিনি। সাত উইকেট নিয়ে ব়্যাঙ্কিংয়ে দুই ধাপ ওপরে ওঠেন আরেক কিউয়ি পেসার উইলিয়াম ও'রৌরকিও।‌ ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্টে ১১ উইকেট নিয়ে ক্রমতালিকায় কয়েক ধাপ এগিয়ে আসেন পাকিস্তানের স্পিনার নোমান আলি। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় একনম্বর স্থান এখনও যশপ্রীত বুমরার দখলে। দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বোলারদের তালিকায় প্রথম দশে ভারতের তিনজন। সাত নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা।