আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ভারতের তারকা উইকেট রক্ষক ঋষভ পন্থ। শনিবারের চেন্নাইয়ে এমনই  দৃশ্য দেখা গেল।  
দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল তিন উইকেটে ৮১।

তৃতীয় দিন পন্থ ও শুভমান গিল ম্যাচের রাশ নিজেদের দখলে তো রাখলেনই, সেই সঙ্গে বাংলাদেশের হাত থেকে প্রথম টেস্ট প্রায় ছিনিয়ে নিয়ে চলে গেলেন। এই টেস্টে আর ফিরে আসার কোনও সম্ভাবনাই নেই বাংলাদেশের। শাকিব আল হাসানদের পক্ষে ম্যাচ বাঁচানো রীতিমতো কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

পন্থ আগেই শতরান করেছিলেন। গিলও সেঞ্চুরি হাঁকালেন। জোড়া শতরান দুই ভারতীয় তারকার। গিল ও পন্থ ১৬৭ রানের পার্টনারশিপ গড়েন। দুজনের পার্টনারশিপের মধ্যেই পন্থকে দেখা যায় বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন। সেই সময়ে স্ট্রাইক নিচ্ছিলেন পন্থ।

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিল্ডিং সাজিয়ে দিতে সাহায্য করলেন ভারতের তারকা উইকেট কিপার। পন্থ মিড উইকেটের দিকে নির্দেশ করে বলছেন, ''একজন ফিল্ডারকে এখানে রাখ।''

স্টাম্প মাইক্রোফোনে পন্থের কথা পরিষ্কার শোনা গিয়েছে। শান্তও ভারতের তরুণ উইকেট কিপারের নির্দেশ মতো মিড উইকেটে একজন ফিল্ডারকে পাঠান। বাংলার বাঘেদের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন পন্থ, তা দেখার পরে সোশাল মিডিয়ায় অনেকেই বললেন, পন্থ কোন দলের হয়ে খেলছেন! 


খেলতে নেমে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন কোনও ভারতীয় তারকা, এমন দৃশ্য এই প্রথম নয়। ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মহেন্দ্র সিং ধোনিও ব্যাট করতে নেমে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়েছিলেন। এবার চেন্নাইয়ে একই কাজ করলেন ধোনির স্নেহধন্য পন্থ।