আজকাল ওয়েবডেস্ক: প্রত্যাবর্তনের নাম ঋষভ পন্থ। এছাড়া আর কীইবা বলা যায়। চেন্নাইয়ে তাঁকে ব্যাট করতে দেখে মনেই হয়নি ৬৩২ দিন পরে টেস্ট ফরম্যাটে কামব্যাক ঘটল পন্থের।
ভয়াবহ দুর্ঘটনার আগে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই চেন্নাইয়ে শুরু করলেন ভারতের উইকেটরক্ষক। চাপের মুখে রুখে দাঁড়ালেন, সেঞ্চুরি হাঁকালেন, ভারতকে পৌঁছে দিলেন এমন এক জায়গায় যেখানে সহসা পৌঁছনো সম্ভব নয় প্রতিপক্ষের।
৮১ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে ভারত, এই অবস্থায় টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসের হাল ধরেন পন্থ ও গিল। দুই ভারতীয় তারকা ব্যাটারই সেঞ্চুরি পান। পন্থ করেন ১০৯ রান। এটাই তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। ছুঁয়ে ফেললেন তাঁর মেন্টর, তাঁর আইডল মহেন্দ্র সিং ধোনিকে। পাঁচ দিনের ফরম্যাটে কোনও ভারতীয় উইকেট কিপারের ছ'টার বেশি শতরান নেই।
ধোনি ৯০টি টেস্ট ম্যাচ খেলে ৬টি সেঞ্চুরির মালিক। সেই জায়গায় পন্থ ৩৪টি টেস্ট খেলে ৬টি শতরান করেছেন। দুই তারকার পিছনে রয়েছেন ঋদ্ধিমান সাহা। তাঁর টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩।
চেন্নাই টেস্ট পন্থের কাছে স্মরণীয় হয়ে থাকবে। শুধুমাত্র টেস্টে প্রত্যাবর্তনের জন্য নয়। দুই ইনিংসেই পন্থ কিন্তু চাপের মুখে স্বস্তি দিয়েছেন দলকে। প্রথম ইনিংসে ৩৪ রানে তিন উইকেট হারানোর পরে পন্থ ব্যাট করতে নেমেছিলেন। তাঁর জন্য একদম আদর্শ সময়। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ৬২ রানের পার্টনারশিপ গড়েন প্রথম ইনিংসে। ৫২ বলে ৩৯ রান করেন পন্থ।
দ্বিতীয় ইনিংসেও সেই চাপের মুখেই কথা বলল তাঁর ব্যাট। অনেক পরিণত দেখাল বাঁ হাতি তারকাকে। অতীতে রান তোলার নেশায় আত্মঘাতী শট খেলে আউট হয়েছেন। চেন্নাইয়ে পন্থ ধরা দিলেন অন্য অবতারে। ৮৮ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি।
তাঁর ব্যাটিংয়ের তুলনায় শ্লথগতিরই মনে হতে পারে এই পরিসংখ্যান। কিন্তু ক্রিজে ব্যাট করার সময়ে ভারতের তারকা উইকেট কিপারকে মাথায় রাখতে হচ্ছিল, কোনও অবস্থাতেই উইকেট হারানো চলবে না। উইকেট গেলেই বাড়তি চাপ এসে পড়বে বাকিদের উপরে। এই পন্থ যে আগের থেকেও পরিণত।
১২৪ বলে যখন সেঞ্চুরি করে ফেলেন, তখন ভারত ৪৩২ রানের লিড নিয়ে ফেলেছে। মেহেদি হাসানের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে তাঁর ইনিংস শেষ হলেও ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে নট আউট হয়েই থেকে যাবেন চেন্নাই টেস্টের পন্থ।
