আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ঋষভ পন্থ। শনিবার এমনই দৃশ্য দেখা গিয়েছে চেন্নাইয়ে। প্রশ্ন উঠে গিয়েছিল,  বাংলাদেশের অধিনায়ক কে? শান্ত নাকি ঋষভ পন্ত? সেই একই প্রশ্ন ভারতের উইকেট কিপারকে করেছিলেন ধারাভাষ্যকার সাবা করিম। যার উত্তর দেবেন কী! পন্থ তো হেসেই কুটিপাটি।

পরে নিজেকে সামলে বলেন, ''ক্রিকেটে কীভাবে আরও ভালো করা যায়, এ নিয়ে অজয় (জাদেজা) ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। সেটা নিজের দলের হোক বা অন্য দলের। সেই সময়ে ওখানে ফিল্ডার ছিল না। এক জায়গায় দু' জন দাঁড়িয়েছিল। আমি তাই বলেছিলাম, ওখানে একজন ফিল্ডার দাও।'' পন্থের কথা মতো বাংলাদেশ অধিনায়ক শান্তও মিড উইকেটে ফিল্ডার রেখে দেন।

তখন তাসকিন আহমেদ বোলিংয়ে, অফ সাইডে বাংলাদেশের দুই ফিল্ডার পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দেখে পন্থ মিড উইকেটের দিকে নির্দেশ করে বলেন, ''একজন ফিল্ডারকে এখানে রাখো।''

সেই প্রসঙ্গই পন্থকে মনে করিয়ে দেওয়া হয়। জানতে চাওয়া হয় কেন তিনি সেদিন ফিল্ডিং সাজিয়ে দিতে গেলেন বাংলাদেশের। অতীতে ২০১৯ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিতে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে।

এবার চেন্নাইয়ে সেই একই কাজ করতে দেখা গিয়েছে পন্থকে। ভয়াবহ পথ দুর্ঘটনার পরে টেস্ট ফরম্যাটে প্রত্যাবর্তন ঘটে পন্থের। পাঁচদিনের ফরম্যাটে ফিরেই সেঞ্চুরি হাঁকান ভারতের তারকা উইকেট কিপার।