আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে এবার রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। এই খবর সামনে আসার পর থেকেই তুমুল জলঘোলা হচ্ছে ঋষভকে নিয়ে। যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি থেকেই ঋষভ উঠে এসেছেন সেখান থেকে বিচ্ছেদের খবর জল্পনা ছড়িয়েছে ক্রিকেট ভক্তদের মধ্যে। অবশেষে দিল্লি ক্যাপিটালস নিয়ে মুখ খুললেন ঋষভ।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের একটি পোস্টকে এক্স হ্যান্ডেলে শেয়ার করে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন পন্থ। সেখানে তিনি তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। পন্থের অবস্থান স্পষ্ট করার আগে সম্প্রচারকারী চ্যানেলের ওই ভিডিওতে সুনীল গাভাসকার দাবি করেন, দিল্লি ক্যাপিটালস এবং ঋষভ পন্থের মধ্যে রিটেনশন ফি নিয়ে মতবিরোধ হয়েছিল। তবে তাঁর পাশাপাশি তিনি উল্লেখ করেন, আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মেগা অকশনে দিল্লি পন্থকে দলে ফেরানোর চেষ্টা করবে।
যে পোস্টে সুনীল গাভাসকার এই দাবি করেন, সেটিকেই নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে পন্থ স্পষ্ট জানান, ‘আমাকে রিটেন না করার বিষয়টি কোনওভাবেই অর্থের জন্য ছিল না। এটা আমি স্পষ্টভাবে বলতে পারি’। আগামী রবিবার আইপিএলের মেগা অকশন। তবে সেই সময়ে পন্থ ব্যস্ত থাকবেন বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্ট খেলতে। গাড়ি দুর্ঘটনার পর চোট আঘাত সারিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন ঋষভ। বর্তমানে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও তিনি। ফলে, আইপিএলের নিলামে তাঁকে নিয়ে যে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি কার্যত ঝাঁপিয়ে পড়বে তাতে কোনও সন্দেহ নেই।
