আজকাল ওয়েবডেস্ক:‌ আইএসএল নিয়ে আগের দিনই আশার কথা শুনিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। ঠিক এক দিন পরেই বুধবার জানা গেছে, অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হতে পারে আইএসএল। এটা ঘটনা, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আলোচনায় বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং ফুটবল স্পোর্টস ডেভেপলমেন্ট লিমিটেড (এফএসডিএল)। তাতে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নিয়ে জট কাটার আশা তৈরি হয়েছে।দু’পক্ষের মধ্যে ইতিবাচক এবং সদর্থক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আশা করা হচ্ছে, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে আগামী আইএসএল।


প্রসঙ্গত, এফএসডিএলের সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। আইএসএলের মূল আয়োজক এফএসডিএলের সঙ্গে অস্থায়ী ভাবে আগামী এপ্রিল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করতে পারে ফেডারেশন। যাতে ২০২৫–২৬ মরসুমের আইএসএল আয়োজন সম্ভব হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে পারে আইএসএল। প্রতিযোগিতা ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ওড়িশা এফসি, চেন্নাইয়িন এফসি, বেঙ্গালুরু এফসির মতো ক্লাবগুলি ফুটবলার, কর্মীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে ক্লাবগুলিকে আইএসএল নিয়ে দ্রুত সদর্থক বার্তা দিতে চাইছেন ফেডারেশন কর্তারা। সূত্রের খবর, প্রতিযোগিতা চলতে পারে আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত।


এটা ঘটনা, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সোমবার বৈঠকে বসেছিল দু’পক্ষ। প্রাথমিক আলোচনায় ভারতীয় ফুটবলের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ করতে রাজি হয়েছে দুই পক্ষই। মৌখিক একটি প্রস্তাবে সহমত হয়েছেন তাঁরা। ২৮ আগস্ট সুপ্রিম কোর্টে এই যৌথ প্রস্তাব জমা দেওয়া হবে। বিষয়টি বিচারাধীন থাকায় কোনও পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি। তবে বুধবার আর এক দফা আলোচনা হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ২৮ আগস্ট। 


এদিকে, আইএসএলের ১০টি ক্লাব অবনমন শুরুর পক্ষে। তাদের যুক্তি, আই লিগ জিতে আইএসএল খেলার সুযোগ না পেলে বা আইএসএল পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচে থাকা দলের অবনমন না হলে, কোনও লিগেই প্রতিযোগিতা থাকবে না। ফুটবলার বা কোচদের মধ্যে গাছাড়া মানসিকতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এতে। ভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএলের অস্থায়ী চুক্তিতে অবনমন বা উত্থান না থাকলে নতুন সমস্যা হতে পারে। আইলিগের ক্লাবগুলিও বিদ্রোহী হয়ে উঠতে পারে। তাই সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে চান ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। 

এদিকে, এক দিন আগেই কাফা নেশনস কাপের জন্য ২৩ জনের দল ঘোষণা করেছেন ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ খালিদ জামিল। খালিদ যে ২৩ জনের দল ঘোষণা করেছেন সেখানে তিন গোলরক্ষক, সাত ডিফেন্ডার, আট মিডফিল্ডার ও পাঁচ স্ট্রাইকার রয়েছেন। অর্থাৎ, প্রতিটি বিভাগেই নজর দিয়েছেন কোচ।


ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর নেশনস কাপই খালিদের প্রথম প্রতিযোগিতা। তাই আগে থেকেই তার প্রস্তুতি শুরু করেছেন তিনি। উজবেকিস্তান ও তাজিকিস্তান যৌথ ভাবে এই প্রতিযোগিতার আয়োজক। ২৯ আগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ। তার পর ১ সেপ্টেম্বর ইরান ও ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে তারা। ইরান গত বার এই প্রতিযোগিতা জিতেছিল। তাদের বর্তমান ফিফা র‌্যাঙ্কিং ২০। তাজিকিস্তানও (১০৬) ভারতের (১৩৩) থেকে এগিয়ে। আফগানিস্তান (১৬১) ক্রমতালিকায় পিছিয়ে থাকলেও আগের কোচ মানোলো মার্কেজের সময় তাদের কাছে হেরেছিল ভারত। ফলে খালিদের সামনে বড় চ্যালেঞ্জ।