আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপ্রত্যাশিত অবসরের পর একটি অদ্ভুত দাবি করে বসলেন হেনরিচ ক্লাসেন। আকস্মিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে সবাইকে চমকে দেন প্রোটিয়া তারকা। চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন। কিন্তু তাঁকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে ক্লাসেন জানান, তাঁর মাথা কাজ করছিল না। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা উপভোগ করছিলেন না তিনি।
সেই ক্লাসেন আচম্বিতেই অবসর গ্রহণ করায় সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছে সানরাইজার্স মালকিন কাব্য মারানের কপাল পুড়ল।
আইপিএলে এই ক্লাসেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন।
নতুন ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সদ্য প্রাক্তন ক্রিকেটারকে। মেজর লিগ ক্রিকেটে সিয়াটল অরকাসের হয়ে খেলবেন ক্লাসেন।
২০২৩ সালের মেজর লিগ ক্রিকেটে হেনরিক ক্লাসেন প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্কের বিরুদ্ধে ৪৪ বলে ১১০ রান করেন ক্লাসেন।
২৩ কোটি টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দরাবাদ দলে নেয় ক্লাসেনকে।
সদ্য সমাপ্ত আইপিএলে ক্লাসেন ৪৮৭ রান করেন। আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করেন ক্লাসেনও। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০৫ রান করেন তিনি।
সেই ক্লাসেনই বলেন, ''বেশ কিছুদিন ধরে আমার মনে হচ্ছিল, আমি নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত ছিলাম না। উপভোগ করছি না। দলের হার-জিত নিয়েও আমার কোনও আগ্রহ ছিল না। সেটা ভুল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমি এই নিয়ে রবের সঙ্গে দীর্ঘ আলোচনা করি। আমি ওকে জানাই, আমার সঙ্গে যা হচ্ছে, সেটা ভাল লাগছে না।''
