আজকাল ওয়েবডেস্ক: তিন মাস হয়ে গিয়েছে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। কিন্তু আকস্মিক অবসরের কোনও কারণ জানাননি তারকা ক্রিকেটার। ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিলেন। আইপিএল চলাকালীনই লাল বলে প্র্যাকটিস শুরু করে দেন। কিন্তু ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণার মাত্র কয়েকদিন আগে সবাইকে অবাক করে আচমকা লাল বলের ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও তার নির্দিষ্ট কারণ এখনও কেউ জানে না। এবার কোহলির অবসর প্রসঙ্গে মুখ খুললেন মনোজ তিওয়ারি। বাংলার প্রাক্তন ক্রিকেটার মনে করেন, আরও তিন-চার বছর খেলা চালিয়ে যেতে পারতেন। মনোজ বলেন, 'কোহলি অনায়াসে আরও তিন-চার বছর খেলা চালিয়ে যেতে পারত। ক্রিকেট ফ্যানদের জন্য অবাক করার মতো খবর। আমিও চমকে গিয়েছিলাম। কারণ আমরা জানি ও শারীরিকভাবে খুবই ফিট। ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে তৈরিও করছিল।'
বিরাটের অবসরের আসল কারণ না জানলেও, মনোজ মনে করেন, নতুন সেটআপে হয়ত নিজের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন না। সেই কারণেই হয়ত লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন। মনোজ বলেন, 'আমি জানি না ঠিক কী হয়েছে। পর্দার আড়ালে কী গল্প। আমার মনে হয়, ওর মনে হচ্ছিল না যে ওকে টিম ইন্ডিয়ার প্রয়োজন আছে। শুধু ও বলতে পারবে। আমার মনে হয়, কখনও ও প্রকাশ্যে এসে কারণটা বলবে না। কারণ মানুষ হিসেবে ও এখন অনেক বেশি পরিণত। আমার ধারণা, ওকে ভগবান যা দিয়েছে, তাই নিয়ে খুশি। ও আধ্যাত্মিক হয়ে যাচ্ছে। কেউ সেটা হয়ে গেলে, বাকি সবকিছু তাঁর কাছে তুচ্ছ হয়ে যায়। শুধু বর্তমানে ফোকাস করে। অতীত নিয়ে কথা বলতে চায় না। মানুষ হিসেবেও ও বদলে গিয়েছে। আমার মনে হয় না পর্দার আড়ালে যা হয়েছে, সেটা প্রকাশ্যে এসে কোনওদিন বলবে। তবে আমাদের মতো ক্রিকেটাররা জানে পর্দার আড়ালে কী হতে পারে।'
প্রসঙ্গত, কয়েকদিন আগে আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিরক্তি প্রকাশ করেন মনোজ। সর্বভারতীয় সংবাদসংস্থায় দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ বলেন, 'এই ম্যাচটা হবে ভেবে আমি খুবই অবাক হচ্ছি। পহেলগাঁওয়ে জঙ্গিহানায় এতজন নিষ্পাপ মানুষ প্রাণ হারাল। তারপর প্রায় যুদ্ধ লেগে গিয়েছিল। তখন অনেক কথা হচ্ছিল। বলা হচ্ছিল, এবার যোগ্য জবাব দেবে ভারত। কিন্তু এত কিছু সত্ত্বেও, কয়েক মাস কাটতেই সবাই সবকিছু ভুলে গিয়েছে। আমি মানতে পারছি না, এই ম্যাচটা হচ্ছে। ভাবতে পারছি না, মানুষের প্রাণের মূল্য শূন্য হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে খেলে কী পেতে চাই আমরা? খেলার থেকে মানুষের প্রাণের মূল্য অনেক বেশি হওয়া উচিত। ম্যাচটা দেখার কোনও প্রশ্নই নেই।' ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ।
