আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল প্যারিস অলিম্পিক। বৃহস্পতিবার অলিম্পিক বক্সিংয়ের ওয়েল্টেরওয়েটের শেষ ষোলো রাউন্ডে একে অপরের বিরুদ্ধে নেমেছিলেন ইটালির বক্সার অ্যাঞ্জেলা কারিনি এবং ইরানের বক্সার ইমানে খেলিফ। কিন্তু শেষ ষোলোর ম্যাচ স্থায়ী হল মাত্র 46 সেকেন্ড। তারপরেই ম্যাচ ছেড়ে দেন অ্যাঞ্জেলা।
এর কারণ কী? ম্যাচ শুরুর ঠিক 46 সেকেন্ড পর দেখা যায় অ্যাঞ্জেলা রিংয়ের মধ্যে বসে পড়েছেন নাকে হাত দিয়ে। চোখ দিয়ে পড়ছে জল। এর আগে একবার হেডগিয়ার ঠিক করতে কোচের কাছেও যান। কিন্তু রিংয়ে ফিরে আর লড়তে পারেননি। 46 সেকেন্ডের মাথায় খেলা ছেড়ে দেন। ম্যাচ রেফারি অ্যাঞ্জেলার প্রতিপক্ষ ইমানে খেলিফকে জয়ী ঘোষণা করেন। অ্যাঞ্জেলা ম্যাচের পর জানান, 'আমি আমার দেশের হয়ে আমার একশো শতাংশ দিয়ে লড়ার চেষ্টা করেছিলাম। কিন্তু প্রতিপক্ষের পাঞ্চ এতটাই শক্তিশালী ছিল আমি চোট পাই। নাক দিয়ে রক্ত বেরোয়। যে কারণে আমি লড়তে পারিনি।'
কিন্তু এই ম্যাচ নিয়ে সৃষ্টি গিয়েছে বিতর্ক। জানা গিয়েছে, এর আগের বছর বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছিলেন ইমানে। কিন্তু সোনার পদকের ম্যাচে তাঁকে খেলতে দেয়নি কর্তৃপক্ষ। লিঙ্গে সমস্যা থাকার কারণে তিনি বাধা পান। বলা হয়, XY ক্রোমোজোম থাকার কারণে তিনি ম্যাচে নামতে পারবেন না। কিন্তু প্যারিসে মহিলাদের বক্সিংয়ে তাঁকে নামার ক্ষেত্রে কোনো বাধা দেয়নি অলিম্পিক কমিটি। এই ম্যাচের পর ইটালির প্রধানমন্ত্রী অলিম্পিক কমিটির সমালোচনা করে জানিয়েছেন, 'জিনে পুরুষের বৈশিষ্ট্য নিয়ে কী করে মহিলাদের বক্সিংয়ে নামতে দেওয়া হল আমি জানি না। কিন্তু এটা উচিত নয়।'
এর কারণ কী? ম্যাচ শুরুর ঠিক 46 সেকেন্ড পর দেখা যায় অ্যাঞ্জেলা রিংয়ের মধ্যে বসে পড়েছেন নাকে হাত দিয়ে। চোখ দিয়ে পড়ছে জল। এর আগে একবার হেডগিয়ার ঠিক করতে কোচের কাছেও যান। কিন্তু রিংয়ে ফিরে আর লড়তে পারেননি। 46 সেকেন্ডের মাথায় খেলা ছেড়ে দেন। ম্যাচ রেফারি অ্যাঞ্জেলার প্রতিপক্ষ ইমানে খেলিফকে জয়ী ঘোষণা করেন। অ্যাঞ্জেলা ম্যাচের পর জানান, 'আমি আমার দেশের হয়ে আমার একশো শতাংশ দিয়ে লড়ার চেষ্টা করেছিলাম। কিন্তু প্রতিপক্ষের পাঞ্চ এতটাই শক্তিশালী ছিল আমি চোট পাই। নাক দিয়ে রক্ত বেরোয়। যে কারণে আমি লড়তে পারিনি।'
কিন্তু এই ম্যাচ নিয়ে সৃষ্টি গিয়েছে বিতর্ক। জানা গিয়েছে, এর আগের বছর বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছিলেন ইমানে। কিন্তু সোনার পদকের ম্যাচে তাঁকে খেলতে দেয়নি কর্তৃপক্ষ। লিঙ্গে সমস্যা থাকার কারণে তিনি বাধা পান। বলা হয়, XY ক্রোমোজোম থাকার কারণে তিনি ম্যাচে নামতে পারবেন না। কিন্তু প্যারিসে মহিলাদের বক্সিংয়ে তাঁকে নামার ক্ষেত্রে কোনো বাধা দেয়নি অলিম্পিক কমিটি। এই ম্যাচের পর ইটালির প্রধানমন্ত্রী অলিম্পিক কমিটির সমালোচনা করে জানিয়েছেন, 'জিনে পুরুষের বৈশিষ্ট্য নিয়ে কী করে মহিলাদের বক্সিংয়ে নামতে দেওয়া হল আমি জানি না। কিন্তু এটা উচিত নয়।'
