আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই যশ দয়ালের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিল গাজিয়াবাদের এক তরুণী। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। যশের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আনা হয়। এবার এই বিষয়ে মুখ খুললেন আরসিবির পেসার। প্রয়াগরাজ পুলিশ স্টেশনে সেই তরুণীর বিরুদ্ধে পাল্টা এফআইআর করেন। মহিলার বিরুদ্ধে তাঁর আই ফোন এবং ল্যাপটপ চুরির অভিযোগ আনা হয়। যশ জানান, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে তরুণীর সঙ্গে পরিচয় হয় তাঁর। তারপর একে অপরের সঙ্গে কথা বলা, মেলামেশা শুরু হয়। আরসিবির পেসার আরও দাবি করেন, নিজের এবং পরিবারের চিকিৎসার নামে লক্ষ লক্ষ টাকা তাঁর থেকে ধার নেন। কিন্তু এখনও পর্যন্ত শোধ দেননি।

শুধুমাত্র চিকিৎসার জন্য নয়, এমনকী শপিং করতেও যশের থেকে টাকা ধার নেন তরুণী। দাবি করেন, তাঁর কাছে সমস্ত প্রমাণ আছে। মহিলা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর, পাল্টা আইনি পদক্ষেপ নেন দয়াল। তিন পাতার অভিযোগে সংশ্লিষ্ট তরুণী এবং তাঁর পরিবারের আরও দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রবিবার ইন্দিরাপুরম পুলিশ স্টেশনে এফআইআর করা হয়। প্রথমে ২১ জুন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযোগ করে এই তরুণী। দাবি করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন ক্রিকেটার। দু'জনের পাঁচ বছরের সম্পর্ক। তাঁকে শারীরিকভাবে শোষণ করে হয়েছে। এই অভিযোগের পরই পদক্ষেপ নেওয়া হয়।