আজকাল ওয়েবডেস্ক:‌ মেগা নিলামের আগে ক্রিকেটার রিটেনশন নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। সম্ভবত নভেম্বরে বসবে মেগা নিলামের আসর। বিসিসিআই যদিও নিলামের নিয়ম এখনও জানায়নি। কিংবা কতজন ক্রিকেটারকে ধরে রাখা যাবে, এটা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোর্ড। তবে ফ্রাঞ্জাইজিগুলো বসে নেই। তারা নিজেদের মতো করে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে।


সূত্রের খবর, অন্তত ছয় ক্রিকেটারকে রিটেন করার ভাবনায় বোর্ড। তার মধ্যে রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে ক্রিকেটারকে তুলে নেওয়া। তাই ফ্রাঞ্চাইজিগুলো ইতিমধ্যে গভীর ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে।


তার মধ্যে অন্যতম আরসিবি অধিনায়ক ফাফ ডু’‌প্লেসিকে রাখবে কিনা তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। তবে যে পাঁচ ক্রিকেটারকে তারা ধরে রাখছে বলে শোনা যাচ্ছে, তার মধ্যে আছেন বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, যশ দয়াল, রজত পতিদার ও উইল জ্যাকস। 


এর মধ্যে বিরাটকে নিয়ে প্রশ্নের কোনও জায়গা নেই। আইপিএলের শুরু থেকেই তিনি আরসিবিতে খেলছেন। একাধিকবার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ২০২৪ আইপিএলেও সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। সিরাজ দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বোলার। তাই তাঁকেও রেখে দেবে আরসিবি। আর যশ দয়াল গুজরাট টাইটান্স থেকে আরসিবিতে এসেই পারফর্ম করেছেন। টিম ইন্ডিয়ার নতুন সেনসেশন এই বাঁহাতি পেসার। অন্যদিকে, মিডল অর্ডার ব্যাটার রজত পতিদারও কয়েক বছর ধরে দলের নির্ভরযোগ্য সদস্য। বিদেশিদের মধ্যে উইল জ্যাকসকে রেখে দিতে পারে আরসিবি। কারণ ম্যাক্সওয়েল ছন্দে না থাকায় গতবার জ্যাকস ভাল খেলেছিলেন।
আর অধিনায়ক ডু’‌প্লেসি ছাড়াও বড় নামের মধ্যে ক্যামেরুন গ্রিনকেও ছেড়ে দিতে পারে আরসিবি। কারণ তিনি গত আইপিএলে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি।