আজকাল ওয়েবডেস্ক: সেমিফাইনাল কিংবা ফাইনালই বরাবর শক্ত গাঁট ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই ২০১৩ সালের পর সেমি কিংবা ফাইনালে ভারতকে হারতে হয়েছে। তবে সেই গাঁট কেটে গিয়েছিল ২০২৪ টি২০ বিশ্বকাপে। ভারত হয়েছিল চ্যাম্পিয়ন।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ভারত। সামনে অস্ট্রেলিয়া। ম্যাচের আগে ফল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। তাঁর আশা, রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতবে। এবং বড় ব্যবধানে আসবে সেই জয়।
জাদেজার স্ত্রী বলেছেন, ‘ভারত–পাক ম্যাচের পরেই এখন বড় লড়াই ভারত–অস্ট্রেলিয়ার। আমার আশা এই ম্যাচে ভারত জিতবে। বেশ কয়েক বছর ধরেই এই দুই দেশের লড়াই বেশ উত্তেজনা তৈরি করে।’ এরপরই তিনি বলেছেন, ‘আমার মতো সমস্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীদেরই বিশ্বাস অস্ট্রেলিয়ার বাঁধা টপকে যাবে ভারত। ম্যাচটা আমরাই জিতব। ভারতীয় দলকে রইল শুভেচ্ছা।’
এটা ঘটনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের চার সাক্ষাতে ভারত জিতেছে দু’বার। একবার হেরেছে। আর একবার ফলাফল হয়নি। শেষ বার এই দুই দল ৫০ ওভারের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ২০২৩ বিশ্বকাপ ফাইনালে। ট্রাভিস হেডের শতরানের সুবাদে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া।
তবে এবার ভারতের বড় সুবিধা অস্ট্রেলিয়ার তিন পেসার কামিন্স, হ্যাজলেউড ও স্টার্ক চোটের জন্য নেই।
