আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মাকে নিয়ে জল্পনা ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নাকি তিনি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর গ্র্হণ করবেন। 

খেতাব জিতে ওঠার পরে তাঁকে নিয়ে তৈরি হওয়া জল্পনা উড়িয়ে হিটম্যান জানিয়ে দেন, ভবিষ্যতের কোনও পরিকল্পনা তাঁর নেই। এই ফরম্যাট থেকে তিনি সরছেন না। আর তাঁকে নিয়ে তৈরি হওয়া গুজব ছড়ানোর কোনও প্রযোজন নেই। 

রোহিতের মতোই গুঞ্জন ছড়িয়েছিল রবীন্দ্র জাদেজাকে নিয়েও। সেই জাদেজা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেন, তাঁকে নিয়ে তৈরি হওয়া অপ্রয়োজনীয় গুজবের দরকার নেই। হাত জোড় করে রাখার ইমোজি পোস্ট করেন জাদেজা।  

Ravindra Jadeja

রবিবার ম্যাচ চলাকালীনই জাদেজাকে নিয়ে জল্পনা তুঙ্গে পৌঁছয়। তাঁর ১০ ওভারের শেষে বিরাট কোহলি এসে জড়িয়ে ধরেন জাদেজাকে। কোহলির এমন আবেগঘন আলিঙ্গনের পরেই অনেকে মনে করেন, কেবল রোহিত নন, ফাইনালের পরে ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন জাদেজাও। 

কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরে কোনও ভারতীয় তারকাই অবসরের  রাস্তায় হাঁটেননি। রোহিত উলটে জানিয়ে দেন, এখনই বিরাট ও রোহিতের অবসর নেওয়ার কোনও ইচ্ছাই নেই।