আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার অব্যবহিত পরেই বোলিং কোচের ভূমিকায় রবিচন্দ্রন অশ্বিন। 

এই পর্যন্ত পড়ার পরে অবাক হতেই পারেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের আরও চনমনে করার জন্য বোলিং কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তারকা অফস্পিনার। একসঙ্গে অনেক যুদ্ধ জিতেছেন তাঁরা। অনেক কঠিন লড়াই জিতে হাসিমুখে ফিরে এসেছেন সাজঘরে। অশ্বিনের আচম্বিতে নেওয়া সিদ্ধান্তের জেরে হতবাক হন সবাই।

দলের মনোবল বাড়ানোর জন্য, সবাইকে চাঙ্গা করার জন্য অশ্বিনই উদ্যোগ নেন। তাঁকে নকল করে বোলিং করতে দেখা যায় সাপোর্ট স্টাফদের। তাঁদের বোলিং করার ধরন দেখে হাসিতে গড়িয়ে পড়ার অবস্থা হয় অশ্বিনের। বল করার সময়ে হাতের অবস্থান কেমন হবে, সেই সম্পর্কে পরামর্শ দিতে দেখা যায়  অশ্বিনকে। আবার কখনও সাপোর্ট স্টাফের হাতে বল তুলে দিয়েছেন। ভারী হয়ে যাওয়া পরিবেশটা নিমেষেই হালকা হয়ে যায়। বিসিসিআই-এর থেকে পোস্ট করা ভিডিওয় ক্যাপশন হিসেবে লেখা, মাঠের ভিতরে অগণিত লড়াই স্মরণীয় হয়ে রয়েছে। কিন্তু এই সব মুহূর্তগুলোও তাঁর স্মৃতিতে থেকে যাবে। রবি অশ্বিন তাঁর ভালবাসার সাপোর্ট স্টাফদের সাহায্য করছেন। 

 

?ref_src=twsrc%5Etfw">December 19, 2024

সেই অশ্বিন এদিনই দেশে ফিরে আসেন। তাঁর বাবা জানিয়েছেন, অসম্মানিত হওয়ার জন্যই সিরিজের মাঝপথে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নেন অশ্বিন। 

কিন্তু কী কারণে অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে তিনি ক্রিকেট ছেড়ে দিলেন, সেই প্রসঙ্গে মুখ খোলেননি বহু যুদ্ধের সৈনিক রবিচন্দ্রন অশ্বিন।