আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেনে অস্তাচলে গেলেন রবি। ক্রিকেটবিশ্ব অবাক। বিস্মিত ক্রিকেটবিশ্ব। এখনও  অনেক ক্রিকেট ছিল তাঁর মধ্যে। 

তাঁর আকস্মিক সিদ্ধান্ত সবাইকে অবাক করলেও ভারত অধিনায়ক রোহিত শর্মা ও দলের কোচ গৌতম গম্ভীর একেবারেই বিস্মিত হননি। তাঁরা আগে থেকেই জানতেন অশ্বিন অবসর নেবেন। 

অশ্বিনের আকস্মিক সিদ্ধান্তে কপিল দেবের মতো কিংবদন্তি অলরাউন্ডার জানিয়েছিলেন, তারকা অফস্পিনারের শেষটা আরও রঙিন হতে পারত, জাঁকজমক করে হতে পারত শেষটা।  

কোনও ফেয়ারওয়েল ম্যাচ পেলেন না, বিদায় সংবর্ধনাও নেই। অশ্বিন এসব নিয়ে মোটেও চিন্তিত নন। কপিলের উলটো সুরে ভারতের তারকা অফস্পিনার বলছেন, ''বিদায় মহান হয় না। কাউকে জমকালো বিদায় অনুষ্ঠান দেওয়া উচিত বলে মনে করি না। বিশেষ করে, আমাকে বর্ণাঢ্য বিদায় দেওয়া উচিত বলেও আমি মনে করি না। আমার জন্য এক ফোঁটা চোখের জল কেউ ফেলুক, তা আমি চাই না। আমি মনে করি দারুণ বিদায় অনুষ্ঠান কেবল সুপার সেলিব্রিটিদেরই প্রাপ্য।''

অশ্বিন নিজেকে সেলিব্রিটি মনে করেন না। ভারতীয় ক্রিকেটে অন্যরা যেরকম বীরপুজো পান, যেরকম সমর্থন পান, অশ্বিন কি সেরকম পেয়েছেন? অনেক অভিমান নিয়েই হয়তো সরে গেলেন রবিচন্দ্রন অশ্বিন।