আজকাল ওয়েবডেস্ক: আইসিসি-র বিচারে রাচীন রবীন্দ্র টুর্নামেন্টের সেরা হয়েছেন। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের মতে রাচীন রবীন্দ্র নন, তিনি যদি বিচারক হতেন, তাহলে বরুণ চক্রবর্তীকেই টুর্নামেন্টের সেরা করতেন।
প্রাথমিক ভাবে বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজের পারফরম্যান্স বরুণকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত করে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার পরই বরুণ চক্রবর্তী প্রভাব ফেলেছেন। ইউটিউবে অশ্বিন বলছেন, ''আমার মতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বরুণ চক্রবর্তী। গোটা টুর্নামেন্ট খেলেনি কিন্তু পার্থক্য গড়ে দিয়েছে। আমার মনে হয়, বরুণ চক্রবর্তী না থাকলে খেলার ফলাফল অন্যরকম হলেও হতে পারত। দলের ভিতরে এক্স ফ্যাক্টর এনেছে। আমি যদি বিচারক হতাম, তাহলে বরুণ চক্রবর্তীকেই টুর্নামেন্টের সেরা বাছতাম।''
দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে টুর্নামেন্ট শেষ করেছেন বরুণ চক্রবর্তী। তবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি যে সফল হবেন, তা কল্পনাও করেননি এই রহস্য স্পিনার।
ফাইনালে গ্লেন ফিলিপসকে যে ডেলিভারিতে আউট করেন বরুণ চক্রবর্তী, সেই বলটার উল্লেখ করেছেন অশ্বিন। তিনি বলছেন, ''গ্লেন ফিলিপসকে যে বলটায় আউট করেছে বরুণ, সেটা দুর্দান্ত। স্টাম্প কভার করা ছিল না। ক্রিজের একটু বাইরে থেকে গুগলি দেয়। আমার মতে, বরুণেরই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়া উচিত ছিল। তাঁকেই টুর্নামেন্টের সেরা করা উচিত, যে পার্থক্য গড়ে দিয়েছে। বরুণ চক্রবর্তীরই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়া উচিত ছিল।''
