আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের মাটিতে রানের পাহাড়ে শুভমন গিল‌, ঋষভ পন্থ। এদের আড়ালে ঢাকা পড়ে গিয়েছেন কেএল রাহুল। তবে তাঁর কৃতিত্বকে কোনওভাবেই খাটো করা যাবে না। গিল-পন্থদের জন্য ভীত গড়ে দিচ্ছেন বেঙ্গালুরুর স্টাইলিশ ব্যাটার। যশস্বী জয়েসওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে প্রত্যেক ইনিংসে শুরুটা ভাল করছেন। রাহুলের পারফরম্যান্স মুগ্ধ করেছে রবি শাস্ত্রীকে। ভারতের প্রাক্তন হেড কোচ মনে করেন, ফ্রন্ট ফুট টেকনিকে সামান্য পরিবর্তন তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে রান পেতে সাহায্য করছে। আশা করছেন, পরের তিন-চার বছর ফর্মের শীর্ষে থাকবেন সিনিয়র ব্যাটার। তিন টেস্টে ৩৭৫ রান রাহুলের। তারমধ্যে রয়েছে দুটো শতরান, একটা অর্ধশতরান। গড় ৬২.৫০। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে চতুর্থ স্থানে ভারতীয় ওপেনার। তাঁর আগে আছেন শুভমন গিল, ঋষভ পন্থ এবং জেমি স্মিথ। 

রাহুল প্রসঙ্গে শাস্ত্রী বলেন, 'ফ্রন্ট ফুটের টেকনিকে একটু বদল এনেছেন রাহুল। ওর স্ট্যান্স এবং রক্ষণ করার সময় সেটা বোঝা যাচ্ছে। যা ওকে সাহায্য করছে। মিড উইকেটের দিকে মারলে, পুরো ব্যাটের ব্যবহার হচ্ছে।' শাস্ত্রী মনে করেন, এই নতুন টেকনিক তাঁকে বোল্ড এবং এলবিডব্লু হওয়ার থেকে বাঁচাবে। যা অতীত বেশ কয়েকবার হয়েছে। রাহুলের টেকনিকের প্রশংসা করেন। শাস্ত্রী বলেন, 'ও আগে যে সমস্যায় পড়ত, সেটা এবার অনেক কম হবে। আগে একাধিকবার এলবিডব্লিউ, বোল্ড হয়েছে। টেকনিক্যালি ও ভাল। এই সিরিজে বল বিশেষ নড়াচড়া করেনি। কিন্তু যখন সুইং করেছে, ও যথেষ্ঠ ভাল সামলেছে।' 

ভারতের প্রাক্তন কোচ মনে করছেন, কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন রাহুল। আরও তিন, চার বছর চুটিয়ে খেলবেন। তাঁর থেকে একাধিক শতরান দেখতে চান। শাস্ত্রী বলেন, 'আমার মনে হয় বিশ্বের একজনও বলবে না ও প্রতিভাবান নয়। সবাই বিরক্ত হচ্ছিল কারণ, এত প্রতিভা সত্ত্বেও নিজেকে ঠিক মতো মেলে ধরতে পারছিল না। এই সিরিজে নিজের সেরাটা দিচ্ছে। ও সেরা ফর্মে আছে। পরের তিন, চার বছর কাজে লাগানো উচিত। আমি ওকে একাধিক শতরান করতে দেখতে চাই। কারণ ভারতেও প্রচুর ক্রিকেট খেলছে। ওর গড় ৫০ এর কাছাকাছি হওয়া উচিত।' 

ভারতীয় ব্যাটার যারা ইংল্যান্ডের মাটিতে ১০০০ বা তার বেশি রান করেছে, সেই তালিকায় স্থান পেতে পারেন কেএল রাহুল। ইংরেজদের ঘরের মাঠে ১২ টেস্ট ২৪ ইনিংসে ৯৮৯ রান রাহুলের। গড় ৪১.২০। তারমধ্যে রয়েছে চারটে শতরান এবং দুটো অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৪৯। ইংল্যান্ডের মাটিতে মাত্র তিনজন ভারতীয় ১০০০ রানের গণ্ডি পেরোতে সক্ষম হয়েছেন। এই তালিকায় রয়েছেন সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়। তারমধ্যে এক নম্বরে মাস্টার ব্লাস্টার। ১৭ টেস্টে তাঁর রান ১৫৭৫। গড় ৫৪.৩১। দ্বিতীয় স্থানে দ্রাবিড়। ১৩ টেস্টে তিনি করেন ১৩৭৬ রান। গড় ৬৮.৮০। তৃতীয় স্থানে সানি। ১৬ টেস্টে তাঁর রান ১১৫২। গড় ৪১.১৪। চলতি সিরিজে ভাল ফর্মে আছেন রাহুল। তাই এই নজির ছোঁয়া সময়ের অপেক্ষা।