আজকাল ওয়েবডেস্ক: আপাতত লাল বলের ক্রিকেটে দেখা যাবে না রশিদ খানকে। টেস্ট থেকে সাময়িক বিরতি নিলেন আফগানিস্তান ক্রিকেটের পোস্টার বয়। গতবছর পিঠে অস্ত্রোপচার হয় তাঁর। সেটার শুশ্রুষা করতেই এই সিদ্ধান্ত নেন রশিদ। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্র জানান, এটা টিম ম্যানেজমেন্ট এবং রশিদের যৌথ সিদ্ধান্ত। ৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে আফগানরা। সেই দলে তাঁকে রাখা হয়নি। গত বছর একদিনের বিশ্বকাপের পর চারমাস মাঠের বাইরে ছিলেন রশিদ। তবে টি-২০ বিশ্বকাপ খেলেন। সম্প্রতি কাবুলে টি-২০ লিগে তিনটে ম্যাচ খেলেন আফগান স্পিনার। বোর্ডের ঘনিষ্ঠ সূত্র জানান, 'অস্ত্রোপচারের পর ধীরে ধীরে ওয়ার্কলোড বাড়ানোর কথা ছিল রশিদের। পরের ছয় মাস থেকে এক বছর টেস্ট ক্রিকেট না খেলাও পরিকল্পনার অঙ্গ ছিল। টেস্টে একটানা বল করতে হবে। এখনই এতটা ওয়ার্কলোড নেওয়ার মতো জায়গায় পৌঁছননি রশিদ। তবে পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ওকে পাওয়া যাবে।' 

আফগানিস্তানের হয়ে পাঁচটি টেস্ট, ১০৩টি একদিনের ম্যাচ এবং ৯৩ টি-২০ খেলেছেন রশিদ। কিন্তু আপাতত টেস্ট খেলার কোনও সম্ভাবনা নেই। নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে টেস্ট খেলার সুযোগ সচরাচর পায় না আফগানিস্তান। কিন্তু সেই সুবর্ণ সুযোগ মিস করবেন রশিদ। চলতি মাসের শুরুতে ইংল্যান্ডে হ্যামস্ট্রিংয়েও চোট পান তারকা স্পিনার। তাই বাড়তি সতর্কতা জারি। বর্তমানে কিউয়িদের বিরুদ্ধে টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে আফগানরা। টেস্টে রশিদকে না পাওয়া গেলেও, ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে খেলবেন। দুই দেশের মধ্যে এটাই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ।