আজকাল ওয়েবডেস্ক: যে সাম্রাজ্য গড়তে আঠেরো বছর সময় লেগেছিল, সেই সাম্রাজ্য দশ বছরেই ছুঁয়ে ফেলা গেল। টি-টোয়েন্টি ফরম্যাটে এত দিন সর্বোচ্চ উইকেট শিকারীর নাম ছিল ডোয়েন ব্রাভো। 

এবার তা বদলে গেল। ডোয়েন ব্রাভোর সঙ্গে নাম জুড়ল আফগানিস্তানের রশিদ খানের। আর কয়েকদিনের মধ্যেই সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন রশিদ। তা কেবল সময়ের অপেক্ষা। 

৪৫৯ ম্যাচে ৬২৯টি উইকেট নিয়ে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রশিদ খান। তিনি আবার এমআই কেপ টাউনের খেলোয়াড়। প্রিটোরিয়া অধিনায়ক কাইল ভেরেইনাকে বোল্ড করে রশিদের উইকেট সংখ্যা হয় ৬৩০। ব্রাভোর থেকে তখন আরও একটি উইকেট দূরে রশিদ। এরপর মারকুয়েস অ্যাকেরমানকে বোল্ড করে রশিদ আর ব্রাভো এখন সমান সমান। দু'জনেই এক সিঁড়িতে। এর পর রশিদ খান কেবল এগিয়েই যাবেন। তাঁর কক্ষপথে কি কেউ পৌঁছতে পারবেন? সময় এর উত্তর দেবে।

টি-টোয়েন্টি ফরম্যাটে ব্রাভো ও রশিদ খানের উইকেট সংখ্যা এখন ৬৩১। ব্রাভো খরচ করেছেন ১৮টি দীর্ঘ বছর। টি-টোয়েন্টি কেরিয়ারে ৬৩১টি উইকেট পেতে খেলেছেন ৫৮২টি ম্যাচ।  রশিদ খান সেখানে দশ বছরে ৪৬০টি ম্যাচে ব্রাভোকে ছুঁয়ে ফেললেন। 

 রশিদ খান আরও একটি উইকেট না পাওয়া পর্যন্ত যুগ্মভাবে ব্রাভোও কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবেই গণ্য হবেন। তবে সেরা পাঁচের যে তালিকা রয়েছে, সেখানে ব্রাভো একাই কেবল পেসার। বাকিরা স্পিনার। সেরা পাঁচে রয়েছেন ব্রাভো, রশিদ, শাকিব আল হাসান, সুনীল নারাইন ও ইমরান তাহির। পার্থক্য এখানেই।