আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের পাতায় নাম লেখালেন রশিদ খান। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী আফগানিস্তানের স্পিনার। দক্ষিণ আফ্রিকা টি-২০ সেমিফাইনালে এমআই কেপ টাউন পার্ল রয়্যালসকে হারিয়ে ফাইনালে ওঠে। সেই ম্যাচেই নজির গড়লেন রশিদ। ৩৩ রানে জোড়া উইকেট তুলে নেন। ছাপিয়ে যান ডোয়েন ব্রাভোকে। রশিদের মোট উইকেট ৬৩৩। ওয়েস্ট ইন্ডিজের তারকার উইকেট সংখ্যা ৬৩১। মাত্র ২৬ বছর বয়সে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এই রেকর্ডের মালিক হলেন রশিদ। তারমধ্যে ১৬১টি আন্তর্জাতিক উইকেট। ৪৭২ ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের পর গুজরাট টাইটান্সের হয়ে খেলেন আফগান স্পিনার। এছাড়াও অ্যাডিলেড স্ট্রাইকার্স, সাসেক্স শার্কস এবং ট্রেন্ট রকেটসের হয়ে খেলেন।
ব্রাভোর থেকে অনেক কম ম্যাচ খেলে এই নজির গড়েন রশিদ। মোট ৪৬১ ম্যাচে এই রেকর্ড গড়লেন। গড় ১৮.০৮। ব্রাভো ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নেন। গড় ২৪.৪০। প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৯৯ রান তোলেন রশিদরা। তাঁর জোড়া উইকেটে ১৬০ রানে রয়্যালসকে অলআউট করে দেয় এমআই কেপটাউন। ৩৯ রানে জিতে ফাইনালে চলে যায়। সর্বোচ্চ উইকেটের তালিকায় রশিদ এবং ব্রাভোর পর তৃতীয় স্থানে রয়েছেন সুনীল নারিন। তাঁর সংগ্রহ ৫৭৪ উইকেট। ৫৩১ উইকেট নিয়ে চতুর্থ স্থানে ইমরান তাহির। পঞ্চম স্থানে শাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডারের সংগ্রহ ৪৯২ উইকেট।
