আজকাল ওয়েবডেস্ক:‌ রজার বিনির পর বোর্ড সভাপতি হচ্ছেন রাজীব শুক্লা। তবে অন্তবর্তী। 


১৮ জুলাই ৭০ বছর পূর্ণ হচ্ছে বর্তমান বিসিসিআই সভাপতি রজার বিনির। বোর্ডের নিয়ম অনুযায়ী, ৭০ হয়ে গেলে কোনও পদে আর থাকা যাবে না। তাই পরবর্তী সভাপতি না হওয়া পর্যন্ত অন্তবর্তী সভাপতির দায়িত্ব সামলাবেন বর্তমানে সহ সভাপতি পদে থাকা রাজীব শুক্লা।


২ জুন খবর ছড়িয়েছিল বোর্ডের পরবর্তী সভাপতি হচ্ছেন শুক্লা। তিনি বর্তমানে রয়েছেন সহ সভাপতি। বেশ কিছু সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে। বলা হয় শুক্লাই পরবর্তী সভাপতি। কিন্তু খোদ শুক্লা জানিয়েছেন, তিনি অন্তবর্তী সভাপতি হচ্ছেন। কারণ একটা পদ খালি হলে রুটিনমাফিক এই পরিবর্তন আসে বোর্ডে। শুক্লা জানিয়েছেন, পরবর্তী স্থায়ী সভাপতি বোর্ডের নির্বাচনে বেছে নেওয়া হবে।


শুক্লা বলেছেন, ‘‌এই খবরের কোনও ভিত্তি নেই। কোনও নিয়মের জন্য যখন কোনও পদ খালি হয়। তখন সংস্থায় পদাধিকার বলে দ্বিতীয় ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া হয়। এক্ষেত্রেও সেটাই হচ্ছে। পরবর্তী নির্বাচনের আগে অবধি দায়িত্বে থাকব। তাই এই বিষয়টিকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই।’‌


এটা ঘটনা দীর্ঘদিন ধরে বোর্ড প্রশাসনে আছেন শুক্লা। ২০২০ সালের ডিসেম্বরে তিনি সহ সভাপতি হন। আইপিএলের চেয়ারম্যানও ছিলেন দীর্ঘদিন। 
প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে রজার বিনি বোর্ড সভাপতি হয়েছিলেন। এবার বয়সের জন্য তাঁকে সরতে হচ্ছে।