আজকাল ওয়েবডেস্ক: লিডসে নেমেছে বৃষ্টি। এই বৃষ্টি যদি ভারতকে পারে বাঁচাতে। বৃষ্টি নামার আগে অবধি ৩৭১ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড তুলেছে বিনা উইকেটে ১৮১।
শতরান করে ফেলেছেন বেন ডাকেট। খেলছেন ১০৫ রানে। সঙ্গে রয়েছেন জ্যাক ক্রলি অপরাজিত ৫৯ রানে। কোনও বোলারই প্রভাব ফেলতে পারেননি। সঙ্গে যোগ হয়েছে ক্যাচ মিস।
তবে বৃষ্টি থেমে খেলা ফের শুরু হয়েছে। আর তখনই আউট হলেন ক্রলি। ৬৫ রানে ফিরলেন তিনি। এদিকে এদিনও ক্যাচ ফেলেছেন যশস্বী। গোটা ম্যাচে এখনও অবধি ফেললেন চারটি ক্যাচ। যার খেসারত দিতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।
এর আগে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছিল ৩৬৪ রানে। এগিয়েছিল ৩৭০ রানে। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল বিনা উইকেটে ২১। মঙ্গলবার প্রথম সেশনে ভারত একটিও উইকেট ফেলতে পারেনি। দ্বিতীয় সেশনে পেল মাত্র একটি উইকেট। এই প্রতিবেদন লেখা অবধি ইংল্যান্ড তুলে ফেলেছে ১ উইকেটে ১৯৭।
