আজকাল ওয়েবডেস্ক: কানপুরের গ্রিনপার্কে ফের শুরু ঝিরিঝিরি বৃষ্টি। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশ তুলেছে ৭৪/২। দুটি উইকেটই নিয়েছেন বাংলার পেসার আকাশ দীপ। এদিন বাংলাদেশের দুই ওপেনারকেই ফেরান আকাশ। শূন্য রানে ফেরেন ওপেনার জাকির হাসান। শাদমান ইসলামকে (২৪) এলবিডবলিউ করেন আকাশ। অধিনায়ক রোহিত শর্মা রিভিউ নিতে খুব একটা আগ্রহী ছিলেন না। আকাশই জোর করেন। তাতেই সাফল্য পায় ভারত। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিলে দেখা যায় এলবিডবলিউ শাদমান। ২৯ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন মোমিনুল হক (১৭) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২৮)।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির জন্য কানপুরের গ্রিনপার্কের মাঠ ছিল ঢাকা। শুক্রবার সকালেও মাঠ ছিল ঢাকা। ফলে মাঠ শুকোতে সময় লেগেছে। কভার তোলার পর সকাল সাড়ে ন’টা নাগাদ মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়ারেরা। সকাল দশটায় হয় টস। আর সকাল সাড়ে দশটায় শুরু হয় খেলা।
মেঘলা আবহাওয়া ও ভিজে আউটফিল্ডের জন্য রোহিত টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। আর তিন পেসারে খেলছে ভারত। একদিন আগেও ঠিক ছিল ভারত তিন স্পিনারে খেলবে। কিন্তু মেঘলা আবহাওয়ার জন্যই সিদ্ধান্ত বদল। প্রথম টেস্টের দলই কানপুরে দ্বিতীয় টেস্টে খেলাচ্ছে ভারত। তবে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। প্রসঙ্গত, নয় বছর পর দেশের মাটিতে টেস্টে টস জিতে ভারত শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল।
