আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত–ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। পাঁচ দিনের ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটাবে না তো? আকুওয়েদারের রিপোর্ট বলছে দ্বিতীয় ও তৃতীয় দিন সকালে ঘণ্টাখানেক বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে খেলা শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে যেতে পারে। তৃতীয় ও চতুর্থ দিন সন্ধের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে আউটফিল্ড ভিজে থাকলে চতুর্থ ও পঞ্চমদিন সকালে খেলা শুরু করতে দেরি হতে পারে। তবে প্রথম ও পঞ্চমদিন বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে এটা ঘটনা, এই সময় ইংল্যান্ডে বৃষ্টি হয়। আর তাই পাঁচ টেস্টেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। যা খেলায় প্রভাব ফেলতে পারে।
আর বৃষ্টির সম্ভাবনা থাকলে প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা থাকবে। দুই দলই পেসার বেশি খেলাতে চাইবে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়া চার পেসারে যেতে পারে। আর সঙ্গে একজন স্পিনার।
এদিকে যা পরিস্থিতি তাতে শুক্রবার টেস্ট অভিষেক হতে পারে সাই সুদর্শনের। ম্যাচের আগেরদিন অনুশীলনে হেড কোচ গম্ভীর নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে ইংল্যান্ডও লিডসে তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে নামবে। সঙ্গে অধিনায়ক বেন স্টোকস তো থাকবেনই।
