আজকাল ওয়েবডেস্ক: বাবার ব্যাটন হাতে নিচ্ছেন ছেলে। সমিত দ্রাবিড়। ভারতের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে। মহারাজা ট্রফি কেএসসিএ টি২০ লিগে খেলবেন সমিত। তাঁকে নিলামে দলে নিয়েছে মাইসুরু ওয়ারিয়র্স। মিডল অর্ডার ব্যাটসম্যান ও পেসার সমিতকে ৫০ হাজার টাকায় দলে নিয়েছে মাইসুরু ফ্রাঞ্চাইজি।
ফ্রাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ‘বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় দারুণ পারফর্ম করেছে সমিত। তাই দলে নেওয়া হয়েছে এই তরুণকে।’
রাহুল দ্রাবিড়ের ছেলে কোচবিহার ট্রফিতে কর্নাটক অনূর্ধ্ব ১৯ দলের সদস্য ছিলেন। জিতেছেন ট্রফিও। চলতি বছরেই কেএসসিএ একাদশের হয়ে সমিত খেলেছেন ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে। প্রসঙ্গত, ওয়ারিয়র্স গতবার রানার্স হয়েছিল। এই দলের অধিনায়ক করুণ নায়ার। প্রসিধ কৃষ্ণার মতো বোলার রয়েছে দলে।
প্রসঙ্গত, বাঁহাতি পেসার হিসেবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে সুযোগ পেলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি শচীন পুত্র অর্জুন তেন্ডুলকার। এবার কেএসসিএ টি২০ লিগে খেলবেন দ্রাবিড়ের ছেলে। এখন দেখার তিনি ভারতীয় ক্রিকেটের দ্বিতীয় ‘দ্য ওয়াল’ হয়ে উঠতে পারেন কিনা।
ফ্রাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ‘বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় দারুণ পারফর্ম করেছে সমিত। তাই দলে নেওয়া হয়েছে এই তরুণকে।’
রাহুল দ্রাবিড়ের ছেলে কোচবিহার ট্রফিতে কর্নাটক অনূর্ধ্ব ১৯ দলের সদস্য ছিলেন। জিতেছেন ট্রফিও। চলতি বছরেই কেএসসিএ একাদশের হয়ে সমিত খেলেছেন ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে। প্রসঙ্গত, ওয়ারিয়র্স গতবার রানার্স হয়েছিল। এই দলের অধিনায়ক করুণ নায়ার। প্রসিধ কৃষ্ণার মতো বোলার রয়েছে দলে।
প্রসঙ্গত, বাঁহাতি পেসার হিসেবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে সুযোগ পেলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি শচীন পুত্র অর্জুন তেন্ডুলকার। এবার কেএসসিএ টি২০ লিগে খেলবেন দ্রাবিড়ের ছেলে। এখন দেখার তিনি ভারতীয় ক্রিকেটের দ্বিতীয় ‘দ্য ওয়াল’ হয়ে উঠতে পারেন কিনা।
