আজকাল ওয়েবডেস্ক: ২৩ বছরের দীর্ঘ কেরিয়ারে ইতি টানতে চলেছেন। ডেভিস কাপেই শেষবার দেখা যাবে রাফায়েল নাদালকে। বিদায়বেলা যে আবেগপ্রবণ হবে, সেটা জানাই ছিল। স্পেনের জাতীয় সঙ্গীত শুরু হওয়া মাত্র আর আবেগ চেপে রাখতে পারেননি। দু'চোখ ছলছল করতে থাকে। শূন্য দৃষ্টিতে গ্যালারির দিকে তাকান। চারিদিকে তখন শুধুই 'রাফা রাফা' ধ্বনি। নিজেকে রোখার চেষ্টায় মাথা নিচু করে ফেলেন। কিন্তু তাতে কি আর আবেগ চেপে রাখা যায়! কোনওক্রমে জাতীয় সঙ্গীত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু তিনি যে ভেঙে পড়েছেন, সেটা দেখেই বোঝা যায়। ডেভিস কাপের পরেই অবসর নেবেন ৩৮ বছরের কিংবদন্তি। মঙ্গলবার মালাগায় কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বটিক ভ্যান জ্যান্ডস্কালপের মুখোমুখি হন রাফা। তাঁকেই প্রথম ম্যাচে খেলার জন্য বাছেন স্পেনের অধিনায়ক ডেভিড ফেরার। 

২৩ বছরের টেনিস জীবনের শেষ ল্যাপে নাদাল। গত কয়েক বছরে একের পর এক চোটের কবলে পড়েন ২২টি গ্র্যান্ডস্লাম জয়ী। যার ফলে শেষপর্যন্ত পেশাদার টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন। জুলাইয়ে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডে হারের পর এটাই রাফার প্রথম সিঙ্গলস। ফিটনেস সমস্যা থাকলেও, ডেভিস কাপে নামার আগে নাদাল জানান, তিনি মালাগায় শুধুমাত্র কেরিয়ারে ইতি টানার জন্য নেই। ২০১৯ সালের পর স্পেনকে আবার ডেভিস কাপ জেতাতে চান তিনি। ২০০৪ সালে ডেভিস কাপে অভিষেক হয়। টুর্নামেন্টের ইতিহাসে অনবদ্য রেকর্ড। ৩০ বারের‌ মধ্যে ২৯ বার জিতেছেন। পাঁচ বছর পর স্পেনকে চ্যাম্পিয়ন করে বিদায়বেলা স্মরণীয় করে রাখতে চান নাদাল।