আজকাল ওয়েবডেস্ক: ব্যাডমিন্টনের কোর্টে স্ম্যাশ মারতেই দেখা যায় তাঁকে। প্রতিপক্ষকে নিমেষে মাটি ধরান। সেই পিভি সিন্ধু বিয়ের পিঁড়িতে।  রবিবার অর্থাৎ ২২ ডিসেম্বর উদয়পুরে ভেঙ্কট দত্ত সাইকে বিয়ে করলেন। তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 
কোর্টে সিন্ধু মানেই তড়িৎ গতি, আক্রমণাত্মক খেলা ও স্ম্যাশের ঝড়। অনেকেই বলে থাকেন ক্রিকেটের ব্রায়ান লারা ও ব্যাডমিন্টনের সিন্ধু একই। দু'জন চলতে শুরু করলে তাঁদের চোখ ভরে দেখা ছাড়া উপায় নেই। কিন্তু তিনি তো আর চেনা কোর্টে ধরা দেননি রবিবার। জীবনের কোর্টে মিলে গেল দুই হৃদয়। 

উদয়পুরে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন জীবন শুরু করলেন সিন্ধু ও ভেঙ্কট সাই। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সেই ছবিতে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে পিভি সিন্ধুকে। শেখাওয়াত লিখেছেন, ''উদয়পুরে আমাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্তা সাইয়ের বিয়েতে উপস্থিত ছিলাম গত সন্ধ্যায়। নতুন জীবনের জন্য ওদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই।'' 

 

?ref_src=twsrc%5Etfw">December 23, 2024

সিন্ধুর আন্তর্জাতিক ক্রীড়া সূচি মাথায় রেখেই দুই পরিবারের সম্মতির পর বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। জানুয়ারি মাস থেকেই টাইট শিডিউল রয়েছে সিন্ধুর। তিনি যাতে জানুয়ারি মাসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরতে পারেন সে কারণেই এই সময়ে তারিখ ঠিক করা হয়েছে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আগামী ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশনের পরেই ফের প্রশিক্ষণে নেমে পড়বেন ভারতীয় শাটলার। আগামী বছর একাধিক প্রতিযোগিতায় নামার কথা রয়েছে তাঁর।