আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু। বুধবার প্যারিসে মালয়েশিয়ার লেটশানা কারুপথেভনকে হারিয়ে তৃতীয় রাউন্ডে অলিম্পিকের জোড়া পদকজয়ী। স্ট্রেট গেম জিতেই শেষ ষোলোয় ছাড়পত্র সংগ্রহ করেন। ম্যাচের ফলাফল ২১-১৯, ২১-১৫। প্রথম গেমে পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তন করেন তারকা শাটলার। শুরুতেই ১২-১৮ তে পিছিয়ে পড়েন সিন্ধু। সেখান থেকে মাত্র এক পয়েন্ট খোয়ান। টানা ৯ পয়েন্ট জিতে প্রথম গেম পকেটে পুরে নেন। আর ছন্দ হারাননি। দ্বিতীয় গেমে তাঁর সঙ্গে টক্কর দিতে পারেননি মালয়েশিয়ার প্রতিপক্ষ। কার্যত উড়িয়ে দিয়ে ম্যাচ বের করে নেন। 

বিশ্বচ্যাম্পিয়নশিপে সবধরনের পদক রয়েছে সিন্ধুর। একটা সোনা, দুটো রুপো এবং দুটো ব্রোঞ্জ জেতেন। প্যারিসে তাঁকে কেন্দ্র করেই আশার আলো দেখছে ভারত। টুর্নামেন্টের শুরুতে একটু নড়বড়ে দেখায় হায়দরাবাদের শাটলারকে। কিন্তু ম্যাচের গতি বাড়িয়ে প্রথম রাউন্ডে বুলগেরিয়ার কালোইয়ানা নলবানটোভাকে ২৩-২১, ২১-৬ গেমে হারায়। বুধবার ম্যাচের শুরুতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে পারেননি সিন্ধু। শুরুতেই ২-৪ এ পিছিয়ে পড়েন। মালয়েশিয়ান প্রতিপক্ষের দুরন্ত স্ম্যাশের কোনও জবাব ছিল না অলিম্পিকে দু'বারের পদকজয়ীর কাছে। শুরুতেই ৩-৮ এ পিছিয়ে পড়েন সিন্ধু। প্রথম গেমের বিরতিতে ১১-৭ এ এগিয়ে ছিলেন লেটশানা। ব্রেকের পরও ছন্দ খুঁজে পাননি। ২১ বছরের প্রতিপক্ষের বিরুদ্ধে ১০-১৩ তে পিছিয়ে পড়েন। এরপর থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু একপেশে ম্যাচ ছিল। ১৮-১২ তে এগিয়ে যান মালয়েশিয়ান। এই জায়গা থেকে দুরন্ত প্রত্যাবর্তন। টানা পয়েন্ট জিততে শুরু করেন। আর পেছন ফিরে তাকাননি। প্রথম গেম ২১-১৯ এ জিতে যান। দ্বিতীয় গেমের শুরুতেই বাজিমাত। ৬-১ এ লিড নিয়ে নেন। দ্বিতীয় গেমের বিরতিতে পাঁচ পয়েন্টে এগিয়ে ছিলেন। মালয়েশিয়ান প্রতিপক্ষ চেষ্টা করলেও আর ম্যাচে ফিরতে পারেননি। 

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন এবং দু'বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর সময়টা ভাল যাচ্ছিল না। ২০২৫ সালের জাপান ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান হায়দরাবাদি তারকা। দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী সিম উ জিনের কাছে হেরে যান সিন্ধু। বিশ্বের ক্রমতালিকায় ভারতের তারকা শাটলার ১৬ নম্বরে। স্ট্রেট গেমে সিন্ধুকে হারান দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। খেলার ফল ২১-১৫, ২১-১৪। দক্ষিণ কোরিয়ার সিম উ জিন ১৪ নম্বর। জুনে ইন্দোনেশিয়া ওপেনের পরে এটাই ছিল সিন্ধুর প্রথম ম্যাচ। সিমের সঙ্গে সিন্ধুর সাক্ষাৎ হয়েছে চারবার। এটাই হায়দরাবাদি তারকার প্রথম পরাজয়। চলতি বছরটা সিন্ধুর একেবারেই ভাল যাচ্ছে না। জানুয়ারিতে ইন্ডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন সিন্ধু। এটাই ছিল তাঁর সেরা পারফরম্যান্স। বাকি টুর্নামেন্টগুলোয় সিন্ধু চারটেতে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন। দুটো টুর্নামেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে যায় হায়দরাবাদি কন্যার দৌড়।