আজকাল ওয়েবডেস্ক: সদ্য সৈয়দ মোদি টুর্নামেন্টে জয়ী হয়ে পদকের খরা কাটিয়েছেন পিভি সিন্ধু। তারপরেই ফের সুখবর ব্যাডমিন্টন তারকার জীবনে। দু’বারের অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু চলতি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। জানা গিয়েছে, ভারতের অন্যতম সেরা শাটলার আগামী ২২ ডিসেম্বর উদয়পুরে বিয়ে করবেন। অনুষ্ঠানের আয়োজন শুরু হবে ২০ ডিসেম্বর থেকে। ভারতের তারকা শাটলারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ওসিডেক্স টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেঙ্কটা দত্ত সাই।
জানা গিয়েছে, সিন্ধুর আন্তর্জাতিক ক্রীড়া সূচি মাথায় রেখেই দুই পরিবারের সম্মতির পর এই তারিখ নির্ধারণ করা হয়েছে। জানুয়ারি মাস থেকেই টাইট শিডিউল রয়েছে সিন্ধুর। তিনি যাতে জানুয়ারি মাসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরতে পারেন সে কারণেই এই সময়ে তারিখ ঠিক করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর হায়দরাবাদে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পিভি সিন্ধুর বাবা পিভি রামান জানিয়েছেন, ‘দুই পরিবার আগে থেকেই একে অপরকে চিনত। মাত্র এক মাস আগে সবকিছু চূড়ান্ত হয়।
জানুয়ারি থেকে তার সূচি খুব ব্যস্ত হয়ে পড়বে, তাই এই সময়টাই একমাত্র সুযোগ ছিল’। আগামী ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশনের পরেই ফের প্রশিক্ষণে নেমে পড়বেন ভারতীয় শাটলার। আগামী বছর একাধিক প্রতিযোগিতায় নামার কথা রয়েছে তাঁর। সম্প্রতি লখনউয়ে অনুষ্ঠিত সৈয়দ মোদি আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলস বিভাগে শিরোপা জিতেছেন সিন্ধু। দু’বছরের খেতাবের খরা কেটেছে তাঁর।
