আজকাল ওয়েবডেস্ক: অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ভারতের পিভি সিন্ধু। দক্ষিণ কোরিয়ার কিম গা ইউনের কাছে হার মানলেন হায়দরাবাদি কন্যা। 

দু'বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু ম্যাচটা হারলেন ২১-১৯, ১৩-২১,১৩-২১-এ। এক ঘণ্টার কাছাকাছি ম্যাচ গড়ায়। বিশ্বের ২১ নম্বর খেলোয়াড় ভারতীয় তারকাকে হারাতে বেগ পাননি। প্রথম গেমে সিন্ধু শুরু থেকেই দাপট দেখিয়েছিলেন। এগিয়ে গিয়েছিলেন ২০-১২-তে। কিন্তু কিম পালটা আক্রমণের রাস্তা নিয়ে পয়েন্টের ব্যবধান কমিয়ে ফেলেন। সিন্ধু প্রথম গেমটা জিতলেও কিমের ওই পালটা আক্রমণ ম্যাচের গতিপ্রকৃতি বদলে দেয়। পরের দুটো গেম ঝড়ের বেগে জিতে নেন কোরিয়ান তারকা। 

সময়টা ভাল যাচ্ছে না সিন্ধুর। জানুযারিতে ইন্দোনেশিয়া মাস্টার্স থেকে ছিটকে গিয়েছিলেন। ইন্ডিয়া ওপেন সুপার ৭৫০-এ কোয়ার্টারফাইনালে শেষ হয়ে গিয়েছিল সিন্ধুর দৌড়। 

মিক্সড ডাবলসে ভারতের রোহন কাপুর এবং রুথিকা শিবাণী দ্বিতীয় রাউন্ডে পৌঁছন।