আজকাল ওয়েবডেস্ক: সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন।
দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু উঠতি খেলোয়াড় আনমোল খর্বকে ২১-১৭, ২১-১৫-য় হারান। অন্যদিকে লক্ষ্য সেন শোলে আইদিলকে ২১-১২,২১-১২-য় হারান।
সিন্ধুকে এবার কড়া প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দেবেন ইরা শর্মা। তিনি দীপশিখা সিংকে ২১-১৩, ২১-১৯-এ হারান।
অন্যদিকে লক্ষ্য সেনের সামনে হয় রবি নাহয় ইজরায়েলের দানি দুবোভেলকো। লক্ষ্যকে বলতে শোনা গিয়েছে, চেনা পরিচিত দর্শকদের সামনে ঘরে খেলতে ভালই লাগে। আমি অতীতে এখানে খেলেছি। পরবর্তী ম্যাচের দিকেই ফোকাস করছি। আমার লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল করা।''
এর আগে চিন মাস্টার্স সুপার ৭৫০-এর দ্বিতীয় রাউন্ডে বিদায় নেন সিন্ধু। সিঙ্গাপুরের ইয়ো জিয়া মিনের বিরুদ্ধে ছ' বারের মুখোমুখি সাক্ষাতে প্রথম বার হার মানেন সিন্ধু।
