আজকাল ওয়েবডেস্ক: ইন্দোনেশিয়া ওপেন থেকে বিদায় নিলেন পিভি সিন্ধু। তিন গেমের লড়াইয়ে হার মানেন হায়দরাবাদি শাটলার। ৭৮ মিনিটের লড়াইয়ের পর বিশ্বের আট নম্বর তারকা থাইল্যান্ডের পর্নপাউয়ি চোচুয়ংয়ের কাছে ২২-২০, ১০-২১, ১৭-২১ গেমে হারেন সিন্ধু। বৃহস্পতিবার ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যান দু'বারের অলিম্পিক জয়ী। তৃতীয় তথা চূড়ান্ত গেমে ১৫-১১ তে এগিয়ে গিয়েও সুযোগ হাতছাড়া করেন। ম্যাচ শেষে সিন্ধু বলেন, 'আমার মনে হয় এগিয়ে থাকাটা জয়ে কনভার্ট করা উচিত ছিল। তৃতীয় গেমে আমি ১৬-১৩ তে এগিয়ে ছিলাম। কিন্তু আমার আরও বেশি কন্ট্রোল থাকা উচিত ছিল। শেষদিকে ম্যাচের গতি বেড়ে যায়। সেখান থেকেই প্রতিপক্ষ এগিয়ে যায়। একটা সময় দু'জনেই ১৮ পয়েন্টে ছিলাম। সেই সময় ম্যাচটা ওপেন ছিল। জিতলে আরও ভাল লাগত। তবে আমি নিজের পারফরম্যান্সে খুশি।'
ওপেনিং গেমে একটা সময় ১০-১৬ তে পিছিয়ে ছিলেন সিন্ধু। সেই জায়গা থেকে প্রথম গেম জেতেন। দারুণ প্রত্যাবর্তন করেন। কিন্তু দ্বিতীয় গেমে দাঁড়াতেই পারেননি। আবার তৃতীয় গেমে ১৫-১১ তে এগিয়ে যান। সেইসময় মোমেন্টাম সিন্ধুর দিকেই ছিল। কিন্তু একাধিক ভুলভ্রান্তির খেসারত দিতে হল। স্ম্যাশ, নেট প্লে ভুলে ভরা। সেই সুযোগ কাজে লাগিয়ে পাঁচটা স্ট্রেট পয়েন্ট জেতেন থাইল্যান্ডের প্রতিপক্ষ। ম্যাচও পোড়েন পকেটে।
