আজকাল ওয়েবডেস্ক: বছর ছয়েক আগে ৯ বছরের কন্যাকে হারিয়েছিলেন লুইস এনরিকে। সেই সময়ে তিনি স্পেনের কোচ। দায়িত্ব ছেড়ে চলে যান। ফেরেন পাঁচ মাস পরে। তাঁর উপর দিয়ে বয়ে গিয়েছিল ঝড়। সেই এনরিকেই মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ধরা দিলেন অন্য অবতারে। 

তাঁর প্যারিস সাঁ জাঁ ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মিলানকে। একপেশে ম্যাচ জেতার পরে দুই হাত তুলে উদযাপন করেন এনরিকে। কোথাও খুঁজছেন তাঁর মেয়েকে। এমন সাররিয়ালিস্ট ছবি খেলার মাঠ বারংবার ফিরিয়ে দেয়।  

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এর আগে কোনও দল এত বড় ব্যবধানে জিততে পারেনি। সেদিক থেকে দেখলে রেকর্ডই বলা যায়  পিএসজির এই জয়কে। ইউরোপসেরা হওয়ার জন্য জন্মলগ্ন থেকেই স্বপ্নের বীজ বুনেছিল পিএসজি। বিশ্বের তারকাদের এক জায়গায় এনেও প্যারিস ঘরে তুলতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগ। প্রতীক্ষার অবসান ঘটালেন এনরিকে। বার্সেলোনার কোচ থাকার সময়ে এই  এনরিকেই ত্রিমুকুট  জিতেছিলেন। প্যারিস সাঁ জাঁও ত্রিমুকুট জিতল। 

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এনরিকে  জিতলেন শনিবার রাতে। এক দশক আগে বার্লিনের মাটিতেও তিনি জিতেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি। তাঁর মেয়ে জানা বার্সার পতাকা হাতে ঘুরছিল। আর মেয়ের কাণ্ডকারখানা দূরে দাঁড়িয়ে দেখতে দেখতে হেসেছিলেন এনরিকে। 
এবারও একই দৃশ্য। কিন্তু এবার আর তাঁর সঙ্গে নেই মেয়ে। 

গত জানুয়ারিতে স্প্যানিশ সংবাদমাধ্যমে এনরিকে বলেছিলেন, ''বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে আমার সঙ্গে জানার অবিশ্বাস্য একটা ছবি আছে। মাঠে বার্সেলোনার পতাকা পুঁতছিল। আশা রাখি  পিএসজির সঙ্গেও এটা করতে পারব।''

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে এনরিকে বলেছিলেন, ফাইনালে আমার মেয়ে শারীরিকভাবে থাকবে না। কিন্তু আধ্যাত্মিকভাবে আমার সঙ্গেই থাকবে। মেয়ে সঙ্গেই রয়েছে, এটা ভেবেই এনরিকে দল নিয়ে নেমেছিলেন। মেয়েকে খুশি করার জন্য ইন্টার মিলানকে পাঁচ গোল দিল পিএসজি। ইন্টার মিলান মেয়ের খেলনায় পর্যবসিত হল। 

ইন্টারকে উড়িয়ে দেওয়ার পরে এনরিকের পরনে ছিল জানা ফাউন্ডেশনের কালো টি শার্ট। সেই শার্টে রয়েছে, বাবা-মেয়ের পিএসজির পতাকা পোঁতার স্কেচ। মেয়ে হারানো এক বাবার ভুবন জেতার গল্প লেখা হল অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। 

এনরিকে আবেগ ছড়িয়ে পড়লো গ্যালারিতে। সেখানে ভেসে উঠল এনরিকে ও তাঁর প্রয়াত কন্যা জানাকে নিয়ে বানানো বড় এক টিফো। 

মাঠে এনরিকে পিএসজি-র পতাকা পুঁতছেন আর ছোট্ট জানা তাঁরই পাশে দাঁড়িয়ে। এনরিকে কন্যা পরে রয়েছে পিএসজির ৮ নম্বর জার্সি।

এনরিকেও সেই টিফো দেখেছেন। তিনি বলছেন, ''মেয়েকে মনে রাখার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার প্রয়োজন নেই। আমাদের সঙ্গেই সবসময়ে রয়েছে জানা। বিশেষ করে যখন হেরে যাই।'' 

হেরে গেলে কাউকে পাশে পেলে কষ্ট দূর হয়। জয়ের পর পাশে কাউকে পেলে আনন্দ হয়। সুখে-দুঃখে বাবা এনরিকের সঙ্গে সবসময়ে রয়েছে জানা।