আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় ঘটনা বলে মনে করা হত তাঁকে। সেই পৃথ্বী শ কিন্তু গত কয়েক বছরে পথ হারিয়েছেন। এখন তিনি রাজ্য দল বদলাতে চাইছেন। নিজেকে ফিরে পেতে পৃথ্বী মুম্বই ছেড়ে যেতে চাইছেন অন্য রাজ্যে। 

মুম্বই ক্রিকেট সংস্থার কাছে আবেদনও করেন তিনি। সেই আবেদন মেনে নিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা। 

সম্প্রতি 'নিউজ ২৪ স্পোর্টস'কে দেওয়া সাক্ষাৎকারে পৃথ্বী শ জানান তিনি ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন। পৃথ্বী বলেন, ''জীবনে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমার মনে হয় ক্রিকেটে আমি কম সময় দিচ্ছিলাম। ২০২৩ সাল পর্যন্ত আমি দিনের প্রায় অর্ধেক সময় মাঠেই কাটাতাম। কিন্তু এরপর থেকে, আমি ভুল জিনিসগুলিকে গুরুত্ব দিতে শুরু করি। বন্ধু নির্বাচনে ভুল করে ফেলেছিলাম। সেই সময়ে আমি শীর্ষে ছিলাম এবং এই সময়ে অনেকে বন্ধু হয়ে এগিয়ে আসে। আমি ধীরে ধীরে ট্র্যাকের বাইরে চলে যাই। আগে মাঠে ৮ ঘণ্টা সময় দিতাম। পরে তা কমে গিয়ে হয় ৪ ঘণ্টা।'' 

পারিবারিক বিপর্যয়ের জন্য মানসিক দিক থেকে ভেঙে পড়েন পৃথ্বী শ। তিনি বলেন, ''আমার পারিবারিক সমস্যা ছিল। আমার দাদু মারা যান। দাদু আমার খুব প্রিয় ছিলেন। অনেক কিছু ব্যাপার আছে যা বলা সম্ভব নয়। আমি অনুভব করতে পারি।''

নিজের ভুল স্বীকার করে নিচ্ছেন পৃথ্বী শ। খারাপ সময়ে একসময়ের প্রতিশ্রুতিমান ক্রিকেটারের পাশে ছিলেন তাঁর বাবা। পৃথ্বী বলছেন, ''ভুল স্বীকার করে নিচ্ছি। সময় যতই খারাপ হোক না কেন, বাবা আমাকে সবসময়ে সমর্থন করেছেন। ভাল এবং মন্দ দুটোই দেখেছেন বাবা।''