আজকাল ওয়েবডেস্ক:‌ ব্যক্তিগত রাঁধুনি?‌ নৈব নৈব চ। বিসিসিআই এখন ভয়ানক কড়া। বর্ডার গাভাসকার ট্রফিতে হারের পর ক্রিকেটারদের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে বোর্ড। তার মধ্যে অন্যতম বিদেশ সফরে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা। এতকিছুর পরেও দুবাইয়ে নিজের পছন্দের খাবার খেয়ে নিলেন বিরাট। 


শনিবারই ভারত পৌঁছে গিয়েছে দুবাই। রবিবার থেকে শুরু করে দিয়েছে অনুশীলন। দুবাই ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনুশীলনে দেখা যায়, স্থানীয় এক ম্যানেজারের সঙ্গে কথা বলছেন বিরাট। তার পরেই ওই ম্যানেজার মাঠ থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পরে হাতে কয়েকটি খাবারের প্যাকেট নিয়ে ঢোকেন তিনি। সেগুলি কোহলির হাতে দেন। জানা গিয়েছে, নিজের পছন্দের একটি রেস্তরাঁ থেকে খাবার আনিয়েছিলেন কোহলি। অনুশীলন শেষে যখন বাকিরা নিজেদের কিট ব্যাগ গোছাতে ব্যস্ত, তখন কোহলি মাঠে বসেই খাবার খান। বাসেও একটি প্যাকেট নিয়ে ওঠেন তিনি।


প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারের পর বিসিসিআই নির্দেশ দিয়েছে, সঙ্গে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা। বোর্ডের নিয়োগ করা কয়েক জন রাঁধুনি দলের সঙ্গে গিয়েছেন। তাঁরাই ক্রিকেটারদের খাবারের দিকে নজর রাখবেন। আগে কোহলি বিদেশ সফরে গেলে তাঁর সঙ্গে দু’জন রাঁধুনি যেতেন। তাঁরাই কোহলির পছন্দের খাবার রান্না করে দিতেন। কিন্তু দুবাইয়ে তাঁদের নিয়ে যেতে পারেননি বিরাট। তার পরেও অবশ্য পছন্দের খাবার পেয়ে গেলেন বিরাট। সূত্রের খবর, প্যাকেটে কোহলির পোস্ট সেশন খাবার ছিল।