আজকাল ওয়েবডেস্ক: গ্যারেথ সাউথগেটের পর ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের কোচ কে হবেন তা নিয়ে জোর জল্পনা চলছে। সূত্রের খবর, হ্যারি কেনদের পরবর্তী ম্যানেজার হতে পারেন ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা। তবে তাঁকে এই প্রশ্ন করায় তিনি সেই সম্ভাব্য নিয়োগের গুজবগুলোকে নস্যাৎ করেছেন।

 

তিনি জানিয়েছেন, তিনি এখনও তাঁর কেরিয়ারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেননি। ২০২৫ সালের গ্রীষ্মে সিটির সঙ্গে গুয়ার্দিওলার চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এরপরেই তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে তাঁর যুক্ত হওয়ার বিষয়টি সামনে এসেছে। তবে গুয়ার্দিওলা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি এখনও ম্যাঞ্চেস্টার সিটিতে আমার কেরিয়ার শেষ করিনি। আমাকে এখনও আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।

 

এটা একেবারেই সত্যি নয় যে আমি ইংল্যান্ডের কোচ হব। আমি এখনও কিছু সিদ্ধান্ত নিইনি’। গুয়ার্দিওলাকে সর্বকালের সেরা ফুটবল ম্যানেজারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি তাঁর কেরিয়ারে এফসি বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং ম্যাঞ্চেস্টার সিটিতে অসংখ্য সাফল্য অর্জন পেয়েছেন। বার্সেলোনার সঙ্গে থাকাকালীন তিনি তিনটি লা লিগা এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছিলেন। বায়ার্নে কোচিংয়ের সময় টানা তিনটি বুন্দেশলিগা এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপ জেতেন।