আজকাল ওয়েবডেস্ক: বিতর্ক সৃষ্টি হওয়ার একদিনের মধ্যে ভুল শুধরে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ছবি ঘুরছে, তাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে রয়েছে ভারতের পতাকাও। একদিন আগেই পতাকা বিতর্কে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দু'দিন আগে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা মিসিং ছিল। অন্যান্য দেশের পতাকা থাকলেও ভারতীয় পতাকা ছিল না। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। এর পেছনে একাধিক কারণ খুঁজতে শুরু করে ক্রিকেটভক্তরা। যার পরই তড়িঘড়ি উদ্যোগ নিয়ে সমস্যা মিটিয়ে ফেলল পিসিবি। এবার সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করা হয়েছে, তাতে ভারত সহ আট দেশের পতাকাই রয়েছে। 

ভারতীয় পতাকা না থাকা নিয়ে পিসিবি জানিয়েছিল, শুধুমাত্র যারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে, সেইসব দেশের পতাকা রাখা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছিলেন, 'আমরা সবাই জানি ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসছে না। করাচির ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এবং গাদ্দাফি স্টেডিয়ামে সেইসব দেশের পতাকা টাঙানো হয়েছে যারা পাকিস্তানে খেলবে।' ভারতের পাশাপাশি বাংলাদেশের পতাকাও ছিল না। এই প্রসঙ্গে পিসিবি জানায়, বাংলাদেশ দল এখনও পাকিস্তানে পৌঁছয়নি। তাঁরা ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ দুবাইতে খেলবে। তাই বাংলাদেশের পতাকা রাখা হয়নি। এই প্রসঙ্গে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা জানান, 'পাকিস্তান বোর্ডকে নিশ্চিতভাবে জানাতে হবে আগে ভারতীয় পতাকা ছিল না। সেটা না থাকলে, অবিলম্বে ভারতীয় পতাকা রাখা উচিত। কারণ অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকা উচিত।' এই ঘটনার পরপরই নড়েচড়ে বসে পিসিবির কর্তারা। ৪৮ ঘণ্টার মধ্যে ভুল শুধরে ফেলা হয়।