আজকাল ওয়েবডেস্ক: ভুল তথ্য নাকি ছড়ানো হয়েছে। এই বলে একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলছেন না। তা এমন কী হল?
কামিন্স নাকি বলেছিলেন, ‘একই মাঠে সব খেলা খেলছে ভারত। এটা দারুণ সুবিধা। ভারত ভাল খেলছে। তবে একই মাঠে সব ম্যাচ খেললে একটা বাড়তি সুবিধা পাওয়া যায়।’
কামিন্সের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এরপরেই আসরে নেমে পড়েন অজি অধিনায়ক। একহাত নিয়েছেন মিডিয়া জগতকে। বলেছেন, ‘আমি এরকম কথা বলিনি।’ কোনটা সত্যি আর কোনটা ভুল তা বলা মুশকিল। তবে এটা ঘটনা, ভারতের দুবাইয়ে খেলা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। তার মধ্যে নাসের হুসেন, মাইকেল আথারটনের মতো প্রাক্তনীরাও আছেন।
ওই পোস্টে জানা যায় কামিন্স বলছেন, ‘ভারত সব ম্যাচ খেলছে দুবাইয়ে। সুবিধা পাচ্ছে। এভাবে নিজেদের ইচ্ছামতো ভেন্যু ঠিক করা যায় না।’ পোস্ট ভাইরাল হতেই কামিন্স যা বলেছেন সেটাও সকলের জানা।
এটা ঘটনা কামিন্সের ওই মন্তব্যের পর অজি পাবলিকেশন সংস্থাটি ওই পোস্ট ডিলিট করে দিয়েছে।
পরে জানা যায় এক ইংরেজ ধারাভাষ্যকার এই পোস্টটি করেছিলেন। আর কামিন্স আদতে বলতে চেয়েছিলেন, ‘ভারত দুবাইয়ে বেশ স্বাচ্ছন্দ্যে খেলছে। ভারতকে শক্তিশালী দেখাচ্ছে। একই মাঠে সব ম্যাচ খেলার একটা সুবিধাও রয়েছে।’
